এসএসসি বাংলা ২য় পত্র সিলেবাস, সাজেশন ও নমুনা প্রশ্ন ২০২২ (মডেল টেস্ট) নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১টায়।
আরো দেখুন : ১৭ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত এসএসসি বাংলা ২য় পত্র এমসিকিউ প্রশ্নের উত্তর ২০২২ (বিভিন্ন বোর্ড)
পরীক্ষা : | এসএসসি (SSC) / সমমান |
মোট পরীক্ষার্থী : | ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী |
বোর্ড সংখ্যা : | ১১টি শিক্ষা বোর্ড |
পরীক্ষা শুরুর তারিখ : | ১৫ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১টা |
পরীক্ষার (তত্ত্বীয়) শেষ তারিখ : | ১ অক্টোবর ২০২২ |
SSC mark distributions 2022 : https://dhakaeducationboard.gov.bd/data/20220301101001349079.pdf
…………………..
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়]
১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর: (ক) বৃক্ষরোপণ কর্মসূচি; (খ) খাদ্যদ্রব্যে ভেজাল। (মান ১০)
২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ: (ক) মনে কর, তুমি ওয়াজীহ। সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার অভিমত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ। অথবা, (খ) প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য একটি আবেদনপত্র লেখ। (মান ১০)
৩। (ক) সারাংশ লেখ: জাতি শুধু বাইরের ঐশ্বর্যসম্ভার, দালানকোঠার সংখ্যাবৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপরাজেয়তায় বড় হয় না। বড় হয় অন্তরের শক্তিতে, নৈতিক চেতনায়, আর জীবনপণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতায়।
জীবনের মূল্যবোধ ছাড়া জাতীয় সত্তার ভিত কখনো শক্ত আর দৃঢ়মূল হতে পারে না। মূল্যবোধ জীবনাশ্রয়ী হয়ে জাতির সর্বাঙ্গে ছড়িয়ে পড়লেই তবে জাতি অর্জন করে মহত্ত। আর মহৎ কর্মের যোগ্যতা। সবরকম মূল্যবোধের বৃহত্তম বাহন ভাষা, তথা মাতৃভাষা, আর তা ছড়িয়ে দেবার দায়িত্ব লেখক আর সাহিত্যিকদের। (মান ১০)
অথবা, (খ) সারমর্ম লেখ: দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ ব্যথা নাহি পায় কোনো, তারে দন্ডদান প্রবলের অত্যাচার। যে দন্ড বেদনা পুত্রেরে পার না দিতে, সে কারেও দিও না। যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে।
৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর: (ক) পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন। (খ) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। (মান ১০)
৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর: (ক) একটি জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদদাতা হিসেবে তোমার এলাকার দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি বিষয়ে প্রতিবেদন প্রস্তুত কর। অথবা, (খ) শিশু নির্যাতন ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর। (মান ১০)
৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: (ক) মাদকাসক্তির কারণ ও তার প্রতিকার; (খ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার; (গ) মানবকল্যাণে বিজ্ঞান। (মান ২০)
অধ্যায় | শিক্ষাক্রমে উল্লিখিত শিখনফল | বিষয়বস্তু (পাঠ ও পাঠের শিরােনাম) |
১. দ্বিতীয় অধ্যায়প্রথম পরিচ্ছেদ | ১.১ বাংলা ধবনি সমূহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে,১.২ বাংলা ধবনিগুলাের উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে। | ধবনিতত্ত্ব |
২. দ্বিতীয় অধ্যায়দ্বিতীয় পরিচ্ছেদ | ১.৩ বাংলা ধবনি সমূহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে, বাংলা ধবনিগুলাের উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে। | ধ্বনির পরিবর্তন |
৩. দ্বিতীয় অধ্যায়চতুর্থ পরিচ্ছেদ | ১.৫ বাংলা শব্দ গঠণের উপায় গুলাে বর্ণনা করতে পারবে। | সন্ধি |
৪. তৃতীয় অধ্যায়দ্বিতীয় পরিচ্ছেদ | ১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে। | দ্বিরুক্ত শব্দ |
৫. তৃতীয় অধ্যায়তৃতীয় পরিচ্ছেদ | ১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে। | সংখ্যাবাচক শব্দ |
৬. তৃতীয় অধ্যায়চতুর্থ পরিচ্ছেদ | ১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে। | বচন |
৭. তৃতীয় অধ্যায়পঞ্চম পরিচ্ছেদ | ১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে। | পদাশ্রিত নির্দেশক |
৮. তৃতীয় অধ্যায়ষষ্ঠ পরিচ্ছেদ | ১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে। | সমাস |
৯. তৃতীয় অধ্যায়সপ্তম পরিচ্ছেদ | ১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে। | উপসর্গ |
১০, তৃতীয় অধ্যায়নবম পরিচ্ছেদ | ১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে। | কৃৎ-প্রত্যয়ের বিস্তারিত আলােচনা |
১১. তৃতীয় অধ্যায়দশম পরিচ্ছেদ | ১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে। | তদ্ধিত প্রত্যয় |
১২. তৃতীয় অধ্যায়একাদশ পরিচ্ছেদ | ১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে। | শব্দের শ্রেণিবিভাগ |
১৩. চতুর্থ অধ্যায়প্রথম পরিচ্ছেদ | ১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে। | পদ-প্রকরণ |
১৪. চতুর্থ অধ্যায়দ্বিতীয় পরিচ্ছেদ | ১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে। | ক্রিয়াপদ |
১৫. চতুর্থ অধ্যায়পঞ্চম পরিচ্ছেদ | ১.৯ বিষয় ভাববস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়ােগ করতে পারবে। | বাংলা অনুজ্ঞা |