এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ২০২২ [SSC board challenge আবেদনের নিয়ম]

এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ২০২২ [SSC board challenge আবেদনের নিয়ম] নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা আশানুরূপ ফলাফল পাননি, তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুন:নিরীক্ষণ করতে পারবে। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করা যাবে ২৯ নভেম্বর ২০২২ থেকে ৫ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।

এসএসসি পরীক্ষা ২০২২

পরীক্ষা :মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান
সাল :২০২২
পরীক্ষার্থী :২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
পরীক্ষার তারিখ :১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২
ফলাফলের ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd
SSC exam result 2022

এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ আবেদনের নিয়ম

এজন্য শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।

  • উদাহরণ: RSC DHA 123456 101
  • মেসেজটি পাঠান 16222 নম্বরে।

  • RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
  • উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101
  • এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

  • একটি এসএমএস-এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
  • RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107
  • এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।
  • ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেন
  • RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
  • উদাহরণ : ফিরতি এসএমএসে পিন নম্বর 12345 ও মোবাইল নম্বর 01913XXXXXX হলে আবেদন করার নিয়ম : RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX

এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ফি ও জমার নিয়ম

  • এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ফি প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে ফিরতি SMS এ আপনাকে একটি পিন নাম্বার প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে স্পেস দিয়ে কন্টাক্ট নম্বর (অর্থাৎ আপনার সাথে যোগাযোগের জন্য যেকোনো মোবাইল নম্বর) লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

  • উদাহরণ: RSC YES 47483875 01XXXXXXXX
  • মেসেজটি পাঠান 16222 নম্বরে।

এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশ ২০২২

এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ২০২২ - SSC board challenge আবেদনের নিয়ম ২0২২ - SSC board challenge application process 2022
এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ ২০২২

আরো পড়ুন :