জেনে রাখুন

এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২১

এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২১ সম্পর্কে এখানে আলোচনা করা হলো। এ পরীক্ষায় যারা আশানুরূপ ফলাফল পায়নি তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে এসএমএসের মাধ্যমে।

পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২১ থেকে ৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত। আবেদন করা যাবে যেকোনো মোবাইলের সিম থেকে নির্দিষ্ট নিয়মে এসএমএসের মাধ্যমে। এসএমএস পাঠানোর নিয়ম নিচে বিস্তারিত দেয়া আছে।

উল্লেখ্য, ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার এ বছর পাসের হার ৯৩.৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

পরীক্ষা :এসএসসি ও সমমান ২০২১
ফলাফল প্রকাশ :৩০ ডিসেম্বর ২০২১
পুনঃনিরীক্ষণ আবেদনের তারিখ :৩১/১২/২০২১ – ৬/১/২০২২
পুনঃনিরীক্ষণ ফি : ১২৫ টাকা প্রতি পত্রের জন্য
বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট :জানুয়ারি ২০২২

এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন

পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে শুধুমাত্র টেলিটক মােবাইলের Message অপশনে গিয়ে rsc লিখে Space দিয়ে আপনার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে Space দিয়ে Roll লিখে Space দিয়ে Subject Code লিখে 16222 নম্বরে Send করতে হবে।

  1. Send করার পরে টেলিটক থেকে Pin Code সহ একটি Message আসবে এবার Pin Codeটি তুলে নিতে হবে।
  2. দ্বিতীয়বার Message অপশনে গিয়ে rsc লিখে Space দিয়ে yes লিখে Space দিয়ে Pin Code লিখে Space দিয়ে নিজস্ব মােবাইল নম্বর লিখে 16222 নম্বরে Send করতে হবে। যেমন- rsc yes 123456 01700000000 Send 16222
  3. এবার টেলিটক থেকে ট্র্যাকিং নং সহ Message গ্রহণের একটি বার্তা আসবে।
  4. একাধিক বিষয় নীরিক্ষণ করতে বিষয় কোড নম্বর লিখতে হবে কমা দিয়ে যেমন- 101,107,109,127
  5. ফি প্রতি পত্র ১২৫/- একশত পঁচিশ টাকা মাত্র (চার্জ প্রযােজ্য)

এসএসসি বিষয় কোড

  • BANGLA – 101
  • ENGLISH – 107
  • MATHEMATICS – 109
  • GEOGRAPHY AND ENVIRONMENT – 110
  • ISLAM AND MORAL EDUCATION – 111
  • HIGHER MATHEMATICS – 126
  • SCIENCE – 127
  • AGRICULTURE STUDIES – 134
  • PHYSICS – 136
  • CHEMISTRY – 137
  • BIOLOGY – 138
  • CIVICS AND CITIZENSHIP – 140
  • BUSINESS ENTREPRENEURSHIP – 143
  • ACCOUNTING – 146
  • PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS – 147
  • HOME SCIENCE – 151
  • FINANCE AND BANKING – 152
  • HISTORY OF BANGLADESH AND WORLD CIVILIZATION – 153
  • INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY – 154
  • CAREER EDUCATION – 156

এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদনের নিয়ম ২০২১

ssc result re-scrutiny 2021

এডু ডেইলি ২৪