এসএসসি সিলেবাস ২০২৩ (সংক্ষিপ্ত সিলেবাস) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। সব সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এই সিলেবাসে হবে। যেসব শিক্ষার্থীরা বর্তমানে (২০২২) ১০ম শ্রেণিতে পড়াশোনা করছে এবং ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে, এই সিলেবাস তাদের জন্য প্রযোজ্য।
পরীক্ষা : | এসএসসি ২০২৩ |
শিক্ষা বোর্ড : | ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, সিলেট ও যশোর বোর্ড |
সিলেবাসের ধরন : | সংক্ষিপ্ত সিলেবাস |
বিষয় সংখ্যা : | সব বিষয়ের পরীক্ষা হবে |
এসএসসিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সবগুলো বিষয় ও পত্রের সিলেবাস দেওয়া হয়েছে।
এসএসসিতে বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, গণিত, আইসিটি, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা, শরীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরবি, সংস্কৃত, পালি ও সংগীত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।
এর আগে, ১২ জুন ২০২২ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল ২০২২ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারেই ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের এসএসসি পরীক্ষার সব বিষয়ের সিলেবাস একসঙ্গে জিপ ফাইল আকারে দিয়েছে শিক্ষা বোর্ড। নিচের লিংক থেকে .Zip ফাইলটি ডাউনলোড করে এরপর UnZip বা Extract করে পিডিএফ ফাইলগুলো পাওয়া যাবে।
SSC short syllabus 2023 pdf download link (Zip file, 5.96 Megabyte) : http://dhakaeducationboard.gov.bd/ssc_syllabus_23.zip
ক্রমিক নং | শিক্ষা বোর্ডসমূহের নাম | শিক্ষা বোর্ডসমূহের লিংক |
০১ | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড | http://www.bteb.gov.bd |
০২ | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড | http://www.bmeb.gov.bd |
০৩ | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা | http://dhakaeducationboard.gov.bd |
০৪ | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম | http://www.bise-ctg.gov.bd |
০৫ | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা | http://www.comillaboard.gov.bd |
০৬ | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী | http://www.rajshahieducationboard.gov.bd |
০৭ | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর | http://www.jessoreboard.gov.bd |
০৮ | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল | http://www.barisalboard.gov.bd |
০৯ | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট | http://sylhetboard.gov.bd |
১০ | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর | http://www.dinajpureducationboard.gov.bd |
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।