এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ pdf | গুরুত্বপূর্ণ MCQ ও সৃজনশীল প্রশ্ন + উত্তর | সব বোর্ড


এডু ডেইলি ২৪ প্রকাশ: মে ২২, ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৬ অপরাহ্ন /
এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ pdf |  গুরুত্বপূর্ণ MCQ ও সৃজনশীল প্রশ্ন + উত্তর | সব বোর্ড

এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ (অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ, সৃজনশীল প্রশ্ন ও অংক সম্বলিত SSC accounting suggestion 2023) এই পোস্টে দেওয়া হয়েছে। এই সাজেশন ঢাকা বোর্ড সহ সব শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য। এসএসসি হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে ২২ মে ২০২৩ (সোমা তারিখ সকাল ১০টায়। উল্লেখ্য, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা (ঢাকা বোর্ড – রাজশাহী বোর্ড – কুমিল্লা বোর্ড – যশোর বোর্ড – চট্টগ্রাম বোর্ড – বরিশাল বোর্ড – সিলেট বোর্ড – দিনাজপুর বোর্ড – ময়মনসিংহ বোর্ড) শুরু হয়েছে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে।

এসএসসি পরীক্ষা ২০২৩

পরীক্ষাএসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান
পরীক্ষার সাল২০২৩
পরীক্ষা শুরুর তারিখ ৩০ এপ্রিল ২০২৩
পরীক্ষা শেষ হওয়ার তারিখ ২৮ মে ২০২৩
ব্যবহারিক পরীক্ষা২৪ মে থেকে ৩০ মে ২০২৩
বোর্ডসব শিক্ষা বোর্ড
সিলেবাসপূণর্বিন্যাসকৃত সিলেবাস (শর্ট সিলেবাস)
শিক্ষা বোর্ড :ঢাকা শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ড
বরিশাল শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ড
ময়মনসিংহ শিক্ষা বোর্ড
ওয়েবসাইটhttps://dhakaeducationboard.gov.bd
এসএসসি পরীক্ষা ২০২৩

এসএসসি হিসাববিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ

  • ২য় অধ্যায় : লেনদেন
  • ৩য় অধ্যায় : দুতরফা দাখিলা পদ্ধতি
  • ৪র্থ অধ্যায় : মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
  • ৫ম অধ্যায় : হিসাব
  • ৬ষ্ঠ অধ্যায় : জাবেদা
  • ৭ম অধ্যায় : খতিয়ান
  • ৯ম অধ্যায় : রেওয়ামিল
  • ১০ম অধ্যায় : আর্থিক বিবরণী

এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৩ – গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. লেনদেনের উৎপত্তি কোনটি থেকে?
ক. ঘটনা থেকে
খ. আদান-প্রদান থেকে
● অর্থসম্পর্কীয় ঘটনা থেকে
ঘ. অর্থসম্পর্কহীন ঘটনা থেকে

২. লেনদেন হিসাববিজ্ঞানের
ক. কাঠি
খ. পিলার
● মূলভিত্তি
ঘ. ব্যবসায়ের ভাষা

৩. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. সম্পত্তি
খ. ঘটনা
● অর্থসম্পর্কিত ঘটনা
ঘ. দায়

৪. হিসাবরক্ষণের নিয়মকানুন জানার পূর্বে কোনটি জানা অপরিহার্য?
● লেনদেন সম্পর্কে
খ. হিসাব সম্পর্কে
গ. রেওয়ামিল সম্পর্কে
ঘ. সবগুলোর সম্পর্কে

৫. যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই
ক. লেনদেন বলে
খ. খতিয়ান বলে
● ঘটনা বলে
ঘ. রেওয়ামিল বলে

৬. দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম বিনিময়ের ফলে কী সৃষ্টি হয়?
ক. ব্যবসায়িক সম্পর্ক
খ. ব্যবসায়িক সমৃদ্ধি
গ. ব্যবসায়িক পরিবর্তন
● ব্যবসায়িক লেনদেন

৭. কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
ক. ক্রয়
খ. বিক্রয়
● অবচয়
ঘ. বেতন

৮. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?
ক. হিসাবের দ্বৈতসত্তা
● লেনদেন
গ. ব্যবসায়
ঘ. হিসাব

৯. যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. জাবেদা বই
গ. ক্রয় বই ও বিক্রয় বই
● দুতরফা দাখিলা পদ্ধতি

১০. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়-
ক. ক্রেডিটর
● ডেটর
গ. নিট লাভ
ঘ. আয়ব্যয় হিসাব

১১. দুতরফা দাখিলা পদ্ধতি একটি-
ক. রিপোটিং পদ্ধতি
খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি
● ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি

১২. দুতরফা দাখিলায় সুবিধা প্রদানকারী হিসাবটিকে বলা হয়-
ক. ডেটর
● ক্রেডিটর
গ. মোট লাভ
ঘ. মোট লোকসান

১৩. কোনটি হিসাব সমীকরণকে প্রভাবিত করে?
ক. প্রতিটি ঘটনা
● প্রতিটি লেনদেন
গ. প্রতিটি চুক্তি
ঘ. প্রতিটি ব্যবসায়িক কাজ

১৪. যে সমস্ত লেনদেন নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় তা হলো-
ক. মূলধনজাতীয়
● মুনাফাজাতীয়
গ. অনিয়মিত
ঘ. সাময়িক

১৫. মুনাফাজাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

১৬. কোন জাতীয় লেনদেনটি নিয়মিত সংঘটিত হয়?
● মুনাফাজাতীয় লেনদেন
খ. মূলধনজাতীয় লেনদেন
গ. বিলম্বিত মুনাফাজাতীয় লেনদেন
ঘ. সম্পত্তিবাচক লেনদেন

১৭. মূলধনজাতীয় লেনদেন-
● কম্পিউটার ক্রয়
খ. পণ্য ক্রয়
গ. বেতন প্রদান
ঘ. ভাড়া প্রদান

১৮. আয়ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
● দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে

১৯. ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে?
● মূলধনজাতীয় লেনদেন
খ. মুনাফাজাতীয় লেনদেন
গ. সম্পত্তিবাচক লেনদেন
ঘ. আয়ব্যয় লেনদেন

২০. ‘দেনাদার’-কোন শ্রেণির হিসাব?
● সম্পদ
খ. দায়
গ. মালিকানাস্বত্ব
ঘ. রেভিনিউ

২১. হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব-
ক ৩ প্রকার
খ ৪ প্রকার
● ৫ প্রকার
ঘ ৬ প্রকার

২২. হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত-
ক. তিন শ্রেণিতে ভাগ করা হয়
খ. দুই শ্রেণিতে ভাগ করা হয়
● পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়
ঘ. চার শ্রেণিতে ভাগ করা হয়

২৩. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
ক ব্যয় নিয়ন্ত্রণ
খ বাজেট প্রণয়ন
● আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ করা
ঘ সবগুলো উদ্দেশ্য সাধিত হয়

২৪. কোনটি ‘চলমান জের’ ছকের বৈশিষ্ট্য?
ক. হিসাবের ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত
খ. উভয় অংশে চারটি করে মোট আটটি ঘর থাকে
● টাকার কলাম মোট ৪টি
ঘ. ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত

২৫. জাবেদা আসলে কী?
ক. হিসাবের প্রাথমিক বই
খ. পাকা খাতা
গ. সহকারী বই
● হিসাবের প্রাথমিক ও সহকারী বই

২৬. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
● জাবেদা বই
খ. খতিয়ান বই
গ. নগদান বই
ঘ. রেওয়ামিল

২৭. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
ক. মাসিক
খ. বাৎসরিক
গ. সাপ্তাহিক
● দৈনিক

২৮. কারবারের যাবতীয় লেনদেনগুলোকে সংক্ষিপ্তকারে বিভিন্ন শিরোনামে বিভক্ত করে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করাকে কী বলে?
ক. জাবেদা
● খতিয়ান
গ. হিসাব
ঘ. বিবৃতি

২৯. রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়?
ক. শুদ্ধতা
খ. নির্ভুলতা
● ভুল
ঘ. নির্দিষ্টতা

৩০. রেওয়ামিল প্রস্তুতে কোনটি বিবেচনা করা হয়?
ক. পরিপূর্ণ হিসাবরক্ষণ
খ. জাবেদার শিরোনাম
● হিসাব সংরক্ষণের ভুল
ঘ. ব্যাংক বিবরণী

SSC accounting suggestion 2023 (CQ for all boards)

হিসাববিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন / চূড়ান্ত সাজেশন

SSC accounting suggestion 2023 - chapter-wise important questions - হিসাববিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন
SSC accounting suggestion 2023 – chapter-wise important questions

হিসাববিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ অংক

SSC accounting suggestion 2023 important math
SSC accounting suggestion 2023 important math

5/5 - (1 vote)