ভর্তি তথ্য

কলেজে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ২ লাখ ৪০ হাজার মনোনিত

২০২০-২১ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির দ্বিতীয় ধাপে ২ লাখ ৪০ হাজার শিক্ষার্থী মনোনিত হয়েছে। দ্বিতীয় ধাপের আবেদন ও প্রথম ধাপের মাইগ্রেশনের প্রেক্ষিতে এসব শিক্ষার্থীকে বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনয়ন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২০ (শুক্রবার) রাতে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়। শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় ধাপের ফলাফল জানার পাশাপাশি ভর্তি নিশ্চয়ন করা যাবে এই ওয়েবসাইট থেকে : http://www.xiclassadmission.gov.bd/

দ্বিতীয় ধাপের আবেদনের সময়সীমার মধ্যে ২ লাখ ১৭ হাজার শিক্ষার্থী আবেদন করেছে এবং ১৬ হাজার ২৩ জন শিক্ষার্থী ১ম ধাপে মাইগ্রেশন করেছে। ১ম ধাপে আবেদন করে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের অনেকে কলেজ সিলেকশন পরিবর্তন করে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য মনোনিত হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ১৩ লাখ ৪২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে পছন্দের কলেজে মনোনয়ন পেয়েছিল ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। প্রথম ধাপে আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন। এছাড়া কোনো শিক্ষার্থী আবেদন করেনি ১৪৮টি কলেজে। ২ লাখ ৫১ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির জন্য আবেদন করেনি।

দ্বিতীয় ধাপে মনোনিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চয়ন চলবে ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। বিকাশ, নগদ কিংবা টেলিটকের মাধ্যমে ২০০ টাকা ফি জমা দিয়ে কলেজ সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এছাড়া সোনালী সেবা ও সোনালী ওয়েব পেমেন্টের মাধ্যমে ২০০ টাকা ভর্তি নিশ্চায়ন ফি দেয়া যাবে।

এডু ডেইলি ২৪