তথ্য প্রযুক্তি

কাট-কপি-পেস্ট-এর জনক ল্যারি টেসলারের মৃত্যু

কাট-কপি-পেস্ট-এর জনক ল্যারি টেসলার আর নেই। আমেরিকান এই বিজ্ঞানী ১৭ ফেব্রুয়ারি (২০২০) আমেরিকার সিলিকন ভ্যালিতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৪৫ সালে আমেরিকার নিউইয়র্কে তার জন্ম। কর্ম জীবনে চাকরি করেছেন অ্যাপল, আমাজন, ইয়াহু, জেরক্স পার্কের মতো প্রতিষ্ঠানে।

স্মলটক নামে প্রথম ডায়নামিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়েও তিনি কাজ করেছেন। কম্পিউটারে কোনো কিছু কপি কিংবা কাট করে সেটি পেস্ট করার আইডিয়া ও উপায় তিনিই উদ্ভাবন করেছিলেন। ফাইন্ড (FIND), রিপ্লেস (Replace)-এর মতো অপশন বা কমান্ডের কাজও তার হাতে বাস্তব রূপ পেয়েছে।

অ্যাপেলে কাজ করেছেন ১৭ বছর, সেখানে তিনি চিফ সায়েনটিস্ট ছিলেন। পড়াশোনা করেছেন স্ট্যান্ডফোরেড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে। হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন নিয়ে তিনি ব্যাপক কাজ করেছেন।

এডু ডেইলি ২৪