মুজিব বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার্থীরা ১০০০ টাকা করে কিট এলাউন্স পাবে। ২০২১ শিক্ষাবর্ষে জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য শিক্ষার্থীদের এককালীন এই টাকা দেবে সরকার। এর জন্য সরকারের ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হবে।
২০১৯-২০ অর্থবছরে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি-উপবৃত্তি হিসেবে ২ হাজার ৯৫৮ কোটি টাকা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। ২০২০ সালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের আওতায় স্নাতক ও সমমানের শ্রেণির আরো ২ লাখ ১০ হাজার ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ১১১ কোটি বিতরণ করা হয়।