কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩ (Agriculture cluster admission circular 2023) প্রকাশিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) / অনার্স ১ম বর্ষে বাংলাদেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কার্যক্রমের আবেদন প্রক্রিয়া অনলাইনে (https://acas.edu.bd) শুরু হবে ৮ জুন ২০২৩ থেকে। আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৩। আবেদন ফি ১২০০ টাকা। ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মানবণ্টন, আবেদনের যোগ্যতা, আবেদনের তারিখ, কোন কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত, আবেদনের নিয়ম, কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রমে অংশ নেওয়া ৮ বিশ্ববিদ্যালয়ের তালিকা সহ বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হয়েছে।
ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এবং শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট করবে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় এইচএসসি/সমমান পর্যায়ের সিলেবাস অনুযায়ী ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন (নেগেটিভ মার্কস) হবে।
বিশ্ববিদ্যালয়ের নাম | আসন সংখ্যা |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | ১১১৬ |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | ৩৭৫ |
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা | ৬৯৮ |
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট | ৪৩১ |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | ৪৪৩ |
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম | ২৪৫ |
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা | ১৫০ |
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় | ৯০ |
মোট আসন = | ৩৫৪৮টি |
আবেদন গ্রহণের সময়সীমা ৮ জুন থেকে ১০ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। আবেদন ফি টাকা ১২০০ (ট্রান্সজেকশন চার্জ ব্যতীত) টাকা।
১. শুরুতে https://acas.edu.bd ওয়েবসাইটে ভিজিট করুন।
২. “আবেদন করুন” অপশনে ক্লিক করুন।
৩. আবেদন করুন অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি আবেদন ফর্ম ওপেন হয়ে যাবে।
৪.সেই আবেদন ফর্মে আপনার সকল তথ্য সঠিকভাবে দিন।
৫. আপনার যদি কোন কোটা থাকে তাহলে সেই কোটার অপমন পুরণ করবেন।
৬. সব তথ্য সঠিকভাবে দিন এবং আপনার পছন্দের কলেজ সিলেক্ট কুরুন,তারপর সাবমিট করুন
৭. সাবমিট করার পরে আপনাকে একটি পিন এবং পাসওয়ার্ড দেওয়া হবে ,সেই পিন ও পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার টাকা পরিশোধ করুন।
পরীক্ষা কেন্দ্রসমূহের তালিকা অনুযায়ী আবেদনকারীকে ১ থেকে ৭ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের পছন্দক্রম উল্লেখ করতে হবে। আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের আসন শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হবে।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং ভর্তি কমিটি যে কোন সিদ্ধান্ত পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখে।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে।
বিষয় | নম্বর |
ইংরেজি | ১০ |
প্রাণীবিজ্ঞান | ১৫ |
উদ্ভিদবিজ্ঞান | ১৫ |
পদার্থবিজ্ঞান | ২০ |
রসায়ন | ২০ |
গণিত | ২০ |
বিশ্ববিদ্যালয়ের নাম | ওয়েবসাইট |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | bau.edu.bd |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | bsmrau.edu.bd |
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা | sau.edu.bd |
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট | sau.ac.bd |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | pstu.ac.bd |
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম | cvasu.ac.bd |
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা | kau.edu.bd |
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় | hau.ac.bd |
অনলাইনে আবেদনের লিংক: http://acas.edu.bd
ভর্তি নির্দেশিকা, বিজ্ঞপ্তি ও বিস্তারিত জানা যাবে ভর্তি সংক্রান্ত এই ওয়েবসাইটে : acas.edu.bd