ভর্তি তথ্য

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩ PDF | আবেদনের যোগ্যতা, তারিখ, আসন সংখ্যা ও মানবণ্টন | acas.edu.bd

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩ (Agriculture cluster admission circular 2023) প্রকাশিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) / অনার্স ১ম বর্ষে বাংলাদেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কার্যক্রমের আবেদন প্রক্রিয়া অনলাইনে (https://acas.edu.bd) শুরু হবে ৮ জুন ২০২৩ থেকে। আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৩। আবেদন ফি ১২০০ টাকা। ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মানবণ্টন, আবেদনের যোগ্যতা, আবেদনের তারিখ, কোন কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত, আবেদনের নিয়ম, কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রমে অংশ নেওয়া ৮ বিশ্ববিদ্যালয়ের তালিকা সহ বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হয়েছে।

ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এবং শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট করবে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় এইচএসসি/সমমান পর্যায়ের সিলেবাস অনুযায়ী ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন (নেগেটিভ মার্কস) হবে।

কৃষি গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত

বিশ্ববিদ্যালয়ের নামআসন
সংখ্যা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ১১১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর৩৭৫
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা৬৯৮
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট৪৩১
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী৪৪৩
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম২৪৫
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা১৫০
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়৯০
মোট আসন =৩৫৪৮টি
কৃষি গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত

ভর্তি আবেদনের যোগ্যতা

  • ২০১৮/২০১৯/২০২০ সালের এসএসসি/সমমান এবং ২০২১/২০২২ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবল তারাই আবেদন করতে পারবে। ২০২১ সালে এসএসসি / সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবে।
  • এসএসসি / সমমান এবং এইচএসসি / সমমান উভয় ক্ষেত্রে প্রতিটিতে ৪র্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
  • জিসিই এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে (O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।

আবেদনের তারিখ ও ফি

আবেদন গ্রহণের সময়সীমা ৮ জুন থেকে ১০ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। আবেদন ফি টাকা ১২০০ (ট্রান্সজেকশন চার্জ ব্যতীত) টাকা।

কৃষি গুচ্ছ আবেদন পদ্ধতি ২০২৩

১. শুরুতে https://acas.edu.bd ওয়েবসাইটে ভিজিট করুন।
২. “আবেদন করুন” অপশনে ক্লিক করুন।
৩. আবেদন করুন অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি আবেদন ফর্ম ওপেন হয়ে যাবে।
৪.সেই আবেদন ফর্মে আপনার সকল তথ্য সঠিকভাবে দিন।
৫. আপনার যদি কোন কোটা থাকে তাহলে সেই কোটার অপমন পুরণ করবেন।
৬. সব তথ্য সঠিকভাবে দিন এবং আপনার পছন্দের কলেজ সিলেক্ট কুরুন,তারপর সাবমিট করুন
৭. সাবমিট করার পরে আপনাকে একটি পিন এবং পাসওয়ার্ড দেওয়া হবে ,সেই পিন ও পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার টাকা পরিশোধ করুন।

ভর্তি পরীক্ষার কেন্দ্র

পরীক্ষা কেন্দ্রসমূহের তালিকা অনুযায়ী আবেদনকারীকে ১ থেকে ৭ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের পছন্দক্রম উল্লেখ করতে হবে। আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের আসন শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হবে।

কৃষি গুচ্ছ মেধা স্কোর

ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং ভর্তি কমিটি যে কোন সিদ্ধান্ত পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখে।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ২০২৩

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে।

বিষয়নম্বর
ইংরেজি১০
প্রাণীবিজ্ঞান১৫
উদ্ভিদবিজ্ঞান১৫
পদার্থবিজ্ঞান২০
রসায়ন২০
গণিত২০
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম ও তালিকা

বিশ্ববিদ্যালয়ের নাম ওয়েবসাইট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহbau.edu.bd
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরbsmrau.edu.bd
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকাsau.edu.bd
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটsau.ac.bd
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালীpstu.ac.bd
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামcvasu.ac.bd
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনাkau.edu.bd
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়hau.ac.bd

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩

#শিরোনামতারিখডাউনলোড
1কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ (আট) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি নির্দেশিকা31 May, 2023 ডাউনলোড
2কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮ (আট) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি31 May, 2023 ডাউনলোড
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩ – Agriculture cluster admission circular 2023

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৩ – Agriculture cluster admission circular 2023

অনলাইনে আবেদনের লিংক: http://acas.edu.bd

ভর্তি নির্দেশিকা, বিজ্ঞপ্তি ও বিস্তারিত জানা যাবে ভর্তি সংক্রান্ত এই ওয়েবসাইটে : acas.edu.bd

এডু ডেইলি ২৪