এইচএসসি পাসে নিয়োগ দেবে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ন্যূনতম যোগ্যতা এইচএসসি/সমমান, তবে মাঠ ও বাজার পরিদর্শক পদের যোগ্যতা স্নাতক/সমমান। আবেদন করতে হবে অনলাইনে (http://dam.teletalk.com.bd) ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২২ বিকাল ৫টার মধ্যে।
নিয়োগদাতা প্রতিষ্ঠান : | কৃষি বিপণন অধিদপ্তর (DAM) |
পদের ক্যাটাগরি : | ৩ ধরনের পদ |
মোট পদের সংখ্যা : | ২৫টি পদ |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
অনলাইনে আবেদনের লিংক : | http://dam.teletalk.com.bd |
বয়সসীমা : | ১৮ থেকে ৩০ বছর (১ নভেম্বর ২০২২ তারিখে ) |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : | ১ নভেম্বর ২০২২ |
আবেদন শুরুর তারিখ : | ১০ নভেম্বর ২০২২ |
আবেদনের শেষ তারিখ : | ৩০ নভেম্বর ২০২২ বিকাল ৫টা |
১. পদের নাম : মাঠ ও বাজার পরিদর্শক
২. পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
৩. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
http://dam.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
DAM job circular 2022 pdf download link : http://dam.portal.gov.bd/sites/default/files/files/dam.portal.gov.bd/notices/c7189845_bd2d_43a6_8403_065184f13e9d/2022-11-01-14-42-a003f450e653c541ffada17e6054c559.pdf