১৩৫৭ পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩ (চূড়ান্ত) প্রকাশিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৪ ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগের লক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ৫ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে মুক্তিযোদ্ধা কোটার প্রমাণপত্রসহ অন্যান্য কোটার স্বপক্ষে প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ সহ প্রয়োজনীয় তথ্যাদি যাচাই সাপেক্ষে প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন। পরবর্তীতে যেকোনো ধরনের ভুলক্রুটি ধরা পড়লে তার সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
কোন পদে কত জন
- স্টোর কিপার- ১৩ জন
- পরিসংখ্যান সহকারী-৭,
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫০৬,
- ইলেকট্রিশিয়ান-৪,
- লাইব্রেরিয়ান-৪,
- ক্যাশিয়ার-২৩,
- ড্রাইভার-৩২,
- প্লাম্বিং মিস্ত্রি-৬,
- স্পেয়ার মেকানিক-২২০,
- অফিস সহায়ক-৭০,
- ফার্মলেবার-২০৬,
- নিরাপত্তা প্রহরী- ২২২,
- বাবুর্চি-২৬,
- পরিচ্ছন্নতাকর্মী- ১৮,
DAE job exam result 2022
DAE job exam result 2022 pdf download link : http://www.dae.gov.bd/sites/default/files/files/dae.portal.gov.bd/notices/38800a6f_79ac_4e7b_8e90_efbba32cf4fc/2023-01-05-11-00-159f43e3ea58393cb9520c1b3819efd1.pdf