ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সংক্রান্ত সাম্প্রতিক সময়ের ঘটনাবলি বা সাধারণ জ্ঞান নিয়ে এখানে আলোচনা করা হলো। উল্লেখ্য, ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষা হবে ২৯ জানুয়ারি ২০২০ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। লিখত পরীক্ষার মোট নম্বর ৩০০। আর অনলাইনে আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২১ বিকাল ৫টা। বিস্তারিত এই লিংকে :
https://www.cadetcollege.army.mil.bd ১. বাংলাদেশে প্রথম covid -19 শনাক্ত হয় কবে?
উঃ ৮ মার্চ 2020
২. মুজিব শতবর্ষ লোগো ডিজাইনার কে?
উঃ সব্যসাচী হাজরা
৩. ২০২০ সালে অর্থনীতিতে নোবেল দেয়া হয় কিসের জন্য?
উঃ অকশন থিওরি
৪. শেখ হাসিনা সেতু কোন নদীর উপর অবস্থিত হবে?
উঃ করোতোয়া
৫. ২০২১ সালের টোকিও অলিম্পিক গেমসের মাসকট এর নাম কি?
উঃ মিরাই টোভা
৬. বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ কততম?
উঃ১৪তম
৭. আমেরিকা ইন দা ওয়ার্ল্ড ‘গ্রন্থটির লেখক কে?
উঃ রবার্ট বি জোয়েলিক
৮. বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ সেবাস্তিয়ান কুর্জ
৯.জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে?
উঃ নাসিমা বেগম
১০. স্বাধীনতা পুরস্কার ২০২০ কোন প্রতিষ্ঠান পেয়েছে?
উঃভারতেশ্বরী হোমস
১১. দ অলটাইম হিরো ‘কি ধরনের চিত্র?
উঃ তথ্যচিত্র
১২.২০২০ সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ইয়ং লেডার্স নির্বাচিত হয়েছেন কে?
উঃজাহিন রাজিন
১৩.৯২ তম অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র -২০২০ কোনটি?
উঃ প্যারাসাইট
১৪. সম্প্রতি বুকার পুরস্কার লাভ করেছেন কোন দেশের ব্যক্তি?
উঃ নেদারল্যান্ডস
১৫.২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কোন প্রতিষ্ঠান?
উঃ বিশ্ব খাদ্য কর্মসূচি
১৬. সম্প্রতি বাংলাদেশে” ক্লাউড স্টার “সেবা চালু করে কোন কোম্পানি?
উঃ গ্রামীণফোন
১৭. সম্প্রতি আরব দেশের কোন দেশটি মঙ্গলগ্রহে যাত্রা করে?
উঃ সংযুক্ত আরব আমিরাত
১৯. পরবর্তী বিমসটেক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উঃ শ্রীলংকা
২০. বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল কে?
উঃ টেডরস আধানম ঘেব্রেইয়েসুস
২১. বর্তমান ইউরোপীয় ইউনিয়নের সদস্য কয়টি?
উঃ ২৭ টি
২২. ন্যাটোর সর্বশেষ সদস্য কে?
উঃ উত্তর মেসিডোনিয়া
২৩.সাম্প্রতিক কোন সংগঠনটি প্লাটিনাম জয়ন্তী পালন করছে?
উঃ জাতিসংঘ
২৪. V-20 ‘ উদ্যোক্তা দেশ কোনটি?
উঃ ফিলিপাইন
২৫. শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
উঃ হংকং
২৬. ব্রডব্যান্ড ইন্টারনেট এ বাংলাদেশের অবস্থান?
উঃ ১৮৪ তম
২৭.২০২০ সালে কৃষি খাতের অবদান কত শতাংশ?
উঃ ১৩ শতাংশ
২৮. 2020 -21 অর্থবছরে বাজেট এর স্লোগান কি?
উঃ অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা
২৯. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
উঃ ২০৬৪ মার্কিন ডলার
৩০.২০২০ এ কতজন নারী নোবেল পুরস্কার পেয়েছেন?
উঃ ৪জন
৩১. ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উঃ জ্য ক্যাসটেক্স
৩১ A promised Land ‘গ্রন্থটি কার?
উঃ বারাক ওবামা
৩২. স্বাস্থ্য সংস্থা
সংগ্রহ : সাগর