জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সশরীরে নেয়া হবে আগস্ট থেকে। আর আসন্ন ঈদের আগে নেয়া হবে মিডটার্ম ও রিভিউ ক্লাস।
১৩ জুন ২০২১ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, আসন্ন কোরবানির ঈদের আগে বিভাগগুলো তাদের মিডটার্ম ও রিভিউ ক্লাস নেবে। আগস্ট মাসে সশরীরে সেমিস্টার ফাইনাল শুরু হবে।
তিনি আরো জানান, বিভাগগুলো চাইলেও ঈদের আগে সশরীরে ফাইনাল পরীক্ষা নিতে পারবে না।