জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফলাফলের ভিত্তিতে

বিগত বছরগুলোর মতো ২০২০-২১ শিক্ষাবর্ষেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফলাফলের ভিত্তিতে হবে। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে অধিভূক্ত কলেজগুলোতে শিক্ষার্থীকে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেয়া হবে না।

১৭ অক্টোবর ২০২০ (শনিবার) উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’-এর ভার্চুয়াল বৈঠক শেষে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।

তিনি জানান, ভর্তির ক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৪০ আর এইচএসসির গ্রেডের জন্য ৬০ নম্বর নিয়ে মেধাস্কোর দেয়া হবে।

জানা গেছে, সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি ও বেসরকারি কলেজ রয়েছে ২,২৪৯টি। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে ৭৭০টিরও বেশি কলেজে স্নাতক (সম্মান) পর্যায়ে পড়ানো হয়।