চাকরির খবর

জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০তম গ্রেডের পদে (প্রাক্তন ৪র্থ শ্রেণি) নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৬ ধরনের পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেয়া হবে।

পদের নাম ও পদের সংখ্যা :
১. অফিস সহায়ক (৩৭টি)
২. অফিস সহায়ক কাম চাবিরক্ষক (৩টি)
৩. সহকারী ডেসপাস রাইডার (৬টি)
৪. কামরা পরিচারক/পরিচারিকা (১২টি)
৫. নিরাপত্তা প্রহরী (১৮টি)
৬. পরিচ্ছন্নতা কর্মী (৯টি)

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না : মুন্সীগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, জামালপুর, লক্ষীপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নাটোর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর।
**তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 

আবেদনের সময়সীমা : ১০ মার্চ সকাল ১০টা থেকে ৯ এপ্রিল ২০২১ তারিখ বিকাল ৫টা।
অনলাইনে আবেদনের লিংক : http://bpsc.teletalk.com.bd

Bangladesh parliament secretariat (bps) job circular 2021 :

Bangladesh parliament secretariat job circular 2021

বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে : দৈনিক ইত্তেফাক, ৭ মার্চ ২০২১

এডু ডেইলি ২৪