জাতীয় বিশ্ববিদ্যালয় : নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের অনার্স ও ডিগ্রি (পাস) শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। সেশন জট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তের অংশ হিসেবে এ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জনানাে হয়।
এ ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন বর্ষে অনুষ্ঠিতব্য পরীক্ষার সময়সূচি :
সম্মান শ্রেণি : পরীক্ষা অনুষ্ঠান
১ম বর্ষ সম্মান : ফেব্রুয়ারি ২০১৫
২য় বর্ষ সম্মান : জানুয়ারী ২০১৬
৩য় বর্ষ সম্মান : ডিসেম্বর ২০১৬
৪র্থ বর্ষ সম্মান : নভেম্বর ২০১৭
ডিগ্রি        : পরীক্ষা অনুষ্ঠান
১ম বর্ষ      : মে ২০১৫
২য় বর্ষ      : মার্চ ২০১৬
৩য় বর্ষ      : জানুয়ারি ২০১৭
এ ক্যালেন্ডার অনুযায়ী অনার্স কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর ৪ বছরে এবং ডিগ্রির শিক্ষার্থীদের ক্লাস শুরুর ৩ বছরের মধ্যে কোর্স সম্পন্ন হবে। একাডেমিক ক্যালেন্ডার সফল করতে ছাত্র, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার আহ্বান করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিস্তারিত জানা যাবে এই লিংকে- www.nubd.info/notice/1167.pdf

ডিগ্রি একাডেমিক ক্যালেন্ডার
জাতীয় বিশ্ববিদ্যালয় : নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার 1

অনার্স একাডেমিক ক্যালেন্ডার
জাতীয় বিশ্ববিদ্যালয় : নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার 2

 
 

এডু ডেইলি ২৪