ভর্তি তথ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের রেজাল্ট ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের রেজাল্ট (২০২১) প্রকাশিত হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক)১ম বর্ষ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে উত্তীর্ণদের মধ্য থেকে ভর্তির সুযোগ পাবেন ৩২০ জন।

এই সংখ্যার ১০ গুণ অর্থাৎ ৩২০০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মেধা তালিকায় রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে।

১১ নভেম্বর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( ju-admission.org ) এই ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকেই বিস্তারিত জানা যাবে।

জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০ আসনের বিপরীতে আবেদন করেন মোট ৬৯ হাজার ১২৯ জন। সে অনুযায়ী, ডি ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ২১৬ জন শিক্ষার্থী। তবে এই ইউনিটে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল মোট আবেদনের ৬৫.৮৩ শতাংশ। এছাড়া অনুপস্থিতির হার ৩৪.১৭ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন, ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

এডু ডেইলি ২৪