চলতি বছর করোনার কারণে অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উন্নীত বা প্রমোশনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ (১৫ সেপ্টেম্বর ২০২০) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার এক নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গ্রহণ না করে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উন্নীত হতে শিক্ষার্থীর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি সনদ দরকার হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম আল হোসেন। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অর্থাৎ চলতি বছর করোনার কারণে সমাপনী পরীক্ষার বিকল্প হিসেবে এমন পদ্ধতিতে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীদের প্রমোশন দেওয়া হবে বলে জানা গেছে।