নতুন ট্রাভেল ট্যাক্স ফি ২০২৩ নির্ধারণ করা হয়েছে। দেশের ভেতরে কিংবা বিদেশে যেতে প্লেনে উঠলেই অতিরিক্ত ভ্রমণ কর (Travel tax) দিতে হবে। স্থলপথে বিদেশ যেতেও দিতে হবে ভ্রমণ কর।
২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভ্রমণ কর বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
বিদেশ গমনেচ্ছু কর্মীদেরও এই ভ্রমণ কর দিতে হবে। তবে বিমানের স্টাফসহ কিছু ক্যাটাগরির যাত্রীদের ট্রাভেল ট্যাক্স দিতে হবে না। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ বিশেষ ব্যক্তির কাছ থেকে ভ্রমণ কর নেয় না।
অবশ্য বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ভ্রমণ কর বৃদ্ধির বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এ বিষয়ে অর্থ বিলে বলা হয়েছে, জল, স্থল ও আকাশ—তিন পথেই ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর বাড়বে।
প্রস্তাব অনুযায়ী, জুলাই (২০২৩) থেকে আকাশপথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ানে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে ৬০০০ টাকা ভ্রমণ কর দিতে হবে।
উল্লিখিত দেশ ছাড়া আকাশপথে অন্য কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর দিতে হবে ৪০০০ টাকা। আর দেশের অভ্যন্তরে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর দিতে হবে ২০০ টাকা।