চাকরির খবর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ PDF | ৬১ পদে চাকরি দেবে DSCC

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ৬ ক্যাটাগরির পদে মোট ৬১ জন নিয়োগ দেবে Dhaka south city corporation (DSCC)। অনলাইনে (http://dscc.teletalk.com.bd) আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৩ বিকাল ৫টা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ ২০২৩

প্রতিষ্ঠানের নামঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
চাকরির ধরণসরকারি চাকরি
প্রকাশের তারিখ২৪ মে ২০২৩
পদের ক্যাটাগরি৬ টি
পদ সংখ্যা৬১ জন
বয়স১৮–৩০ বছর
নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রঅফিসিয়াল ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন
আবেদন করার মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ২৪ মে ২০২৩
আবেদনের শেষ তারিখ১৫ জুন ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইটwww.dscc.gov.bd
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ ২০২৩

পদের নাম ও পদসংখ্যা

১. সহকারী প্রকৌশলী (পুর)-১০
২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৩
৩. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-১
৪. উপসহকারী প্রকৌশলী (পুর)-৩৪
৫. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-৪
৬. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-৯

আবেদন ফি

সহকারী প্রকৌশলী (পুর), সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের আবেদন ফি ১০০০ টাকা। আর উপসহকারী প্রকৌশলী (পুর), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। ফি দিতে হবে টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Dhaka south city corporation job circular 2023 PDF

Dhaka south city corporation job circular 2023 PDF download link : http://dscc.gov.bd/sites/default/files/files/dscc.portal.gov.bd/go_ultimate/7d6083fe_4435_4fa2_a691_a1d0312ebdf6/2023-05-24-03-52-69068c75177baa1fa7391c4593066ab8.pdf

এডু ডেইলি ২৪