শিক্ষা বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ১৭ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে ১৭ অক্টোবর ২০২১। গত বছর করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ার পর এই প্রথম সশরীরে ক্লাস হতে যাচ্ছে।

৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৭ অক্টোবর ২০২১ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।

এর আগে, অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এবং ৫ অক্টোবর হল খুলে দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১০ অক্টোবর সব বর্ষের জন্য হল খোলার সিদ্ধান্ত নেয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

এডু ডেইলি ২৪