ভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটের ভর্তির ফলাফল স্থগিত

ফলাফলে অসামঞ্জস্যের অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে। ব্যাপারটি পর্যালোচনা করে শিগগিরই সঠিক ফলাফল প্রকাশ করা হবে বলে ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও ক ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী আজ (২০ অক্টোবর ২০১৯) রাতে গণমাধ্যমকে জানান, ‘গণমাধ্যমের প্রতিবেদনে ক-ইউনিটের ফলাফলে অসামঞ্জস্যের বিষয়টি উঠে আসায় আমাদের নজরে আসে। পরে খোঁজ নিয়ে আমরা বিষয়টির সত্যতাও পাই। একটি সেটের প্রশ্নপত্রে সমস্যার কারণে এমনটি হয়েছে। তাই ফলাফল স্থগিত রেখে পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে।’

এডু ডেইলি ২৪