শিক্ষা বার্তা

৩১ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে সীমিত পরিসরে

দীর্ঘ দিন ছুটির পর ৩১ মে ২০২০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে সীমিত পরিসরে। ৩১ মে থেকে বিশ্ববিদ্যালয়ের মূল অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে অফিসগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অবশ্যই তা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। প্রত্যেকটি অফিসের সামনে শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র থাকবে। এছাড়া থাকবে জীবাণুমুক্ত হওয়ার সরঞ্জামও।

এ ব্যাপারে শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ করবে কর্তৃপক্ষ।

অফিস খোলার আগে সংশ্লিষ্ট ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন এবং অফিসকে জীবাণুমুক্ত করা হবে বলে জানা গেছে।

এদিকে একাডেমিক কার্যক্রম চালু কবে হবে, এ ব্যাপারে জানা গেছে- পরিস্থিতির উন্নতি হলে প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

এডু ডেইলি ২৪