ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে এই ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাস করেছে ২১.৫০ শতাংশ শিক্ষার্থী।
ফলাফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) ও এসএমএসের মাধ্যমে।
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে DU<space>KA<space>Roll Number লিখে ১৬৩২১ নম্বরে পাঠালেই এসএমএসে ফল জানা যাবে।
এবার ‘ক’ ইউনিটে আবেদন করেছে ৮০,৪৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৮, ২৯৩ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৬,৮৪০ জন ।