ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ (সোমবার) প্রকাশিত হয়েছে। পাশের হার ১৬ শতাংশ।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd)। এসএমএসে ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DU<স্পেস>GHA <স্পেস>Roll লিখে 16321 নম্বরে পাঠাতে হবে।
‘ঘ’ ইউনিটে উত্তীর্ণ হয়েছে ১৪,৪৩২ জন শিক্ষার্থী। মোট আসন সংখ্যা ১,৪১৬টি।
গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু মোট ১ লক্ষ ৫ হাজার ৫২৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৮৭ হাজার ২০৩জন পরীক্ষায় অংশগ্রহণ করে।