তরুণদের দক্ষতা উন্নয়নে এবং ফ্রেশ গ্র্যাজুয়েটদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে চাকরির বাজারের জন্য যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার জন্য সফট স্কিল ক্যাটাগরিতে তান-রাত ইয়ুথ বেষ্ট লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২০ পেলেন দেশের আলোচিত ক্যারিয়ার কোচ, এইচআর প্রফেশনাল ও কর্পোরেট ট্রেনার এবং এইচআর মার্ট বিডি-এর চিফ কনসাল্টিং অফিসার এস এম আহবাবুর রহমান , যিনি আহবাব মুন্না নামেই বেশি পরিচিত।
আগামীতে একজন দক্ষ নেতা হিসেবে দেশকে নেতৃত্ব প্রদান করতে তরুণদের নেতৃত্ব অনুশীলনের কোন বিকল্প নেই। ‘তারুণ্যে জয়, তারুণ্যে অভয়’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে তরুণ লীডারদের দেশের উন্নয়নধর্মী কাজে উৎসাহিত করতে ১৬ ডিসেম্বর তান-রাত গ্রুপ আয়োজন করে ‘ইয়ুথ বেস্ট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০’ ।
‘দেশের তরুণ নেতৃত্বকে উৎসাহ প্রদান মূলক ইভেন্ট ‘ ইয়ুথ বেস্ট লিডাররশিপ অ্যাওয়ার্ড ২০২০’ – এ দুই শতাধিক প্রতিষ্ঠানের প্রায় বারো শতাধিক শিক্ষার্থী এবং তিন শতাধিক গ্রেজুয়েট তরুণের মাঝে দুই গ্রুপের ছয়টি ক্যাটেগরিতে মোট চৌদ্দ জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব গুণাবলি দেখিয়ে ‘সফ্ট স্কিল, এনিমেল ক্যাম্পেইন, ভলেন্টিয়ারি এক্টিভিটি এবং নেতৃত্ব’ এই চার ক্যাটাগরিতে সম্মানিত বিচারকমণ্ডলীদের বিবেচনায় ‘তান-রাত বেস্ট ক্যাম্পাস লিডার ২০২০’ হিসেবে নির্বাচিত হয় চার জন তরুণ শিক্ষার্থী। দেশের তরুণ সমাজের দক্ষতা বৃদ্ধি এবং কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করা বিভিন্ন বয়সের তরুণদের ‘লিডারশিপ’, ‘ভলেন্টিয়ার অ্যাক্টভিটিস’. ‘সফ্ট স্কিল’, ‘উদ্যোক্তা’ এবং ‘কালচারাল’ ক্যাটাগরিতে দুই জন করে মোট দশ জনকে “লাল পোস্টার তান-রাত ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০ এর জন্য মনোনীত করেন সন্মানিত বিচারকরা।
মেহেরপুর-২ (গাঙ্গী)-এর সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, আকিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর রুপালি চৌধুরীসহ দেশবরেণ্য পঁচিশ জন সম্মানিত ব্যক্তিবর্গের তত্ত্বাবধানে চলে সেরা তরুণ নির্বাচনের প্রক্রিয়া। চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর এক্সিকিউটিভ ডিরেক্টর কে এম রিপন এবং ওমেন এন্ড ই–কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা সুষ্ঠু বিচারকার্য পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন।
বিজয়ের ৫০ তম বর্ষে পদার্পণের দিন সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় ফলাফল ঘোষণা এবং অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তান_রাত গ্রুপের উপদেষ্টা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন ( সভাপতি, ইউনিভার্সিটি অব পুত্রা মালয়েশিয়া) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজিয়া আফরিন সুলতানা মিথিল (ফাউন্ডার লাল পোস্টার এবং নিসর্গ ডট কম) । তাছাড়া আরো উপস্থিত ছিলেন তার-রাত গ্রুপের কো-ফাউন্ডার এবং জয়েন্ট ডিরেক্টর তানজিম রাব্বি এবং ইসরাত জাহান সালমা।
‘লাল পোস্টার তানরাত ওয়াই বি এল আ্যওয়ার্ড ২০২০’-এর সমাপনী অনুষ্ঠানে ‘তান-রাত গ্রুপ’ -এর কো–ফাউন্ডার এবং জয়েন্ট ডিরেক্টর তানজিম রাব্বি বলেন, “আমরা নিজেরা যখন তরুণ উদ্যোক্তা হিসেবে তান-রাত গ্রুপ চালু করি তখন আমাদের উৎসাহ প্রদান কারী কাউকে আমাদের পাশে পায়নি। সেই একটা অপ্রাপ্তি, একটা অভাব থেকে আমাদের ভাবনার শুরু, যেহেতো আমরা কখনো এরকম কোন ইন্সপাইরেশন পাইনি তো আমরা এমন একটি ধারা শুরু করি যার মাধ্যমে তরুণরা আরো বেশি সাংগঠনিক এবং উদ্যোগী হতে অনুপ্রাণিত হবে” ।
‘তান-রাত গ্রুপ’-এর অন্য কো-ফাউন্ডার এবং জয়েন্ট ডিরেক্টর ইসরাত জাহান সালমা বলেন, “বিশ্ব জয়েন তরুণ নেতৃত্বকে পুরস্কার প্রদান শুরু হোক তরুণদের হাত থেকেই। দেশের উদ্যম তরুণদের সামান্য সম্মাননা প্রদান করতে পেরে আমরা আনন্দিত” ।