দুদক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ৩ ক্যাটাগরির পদে মোট ১৬৪ দন নিয়োগ দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ দেয়া হবে কনস্টেবল পদে (১২৫ জন)।
১. পদের নাম : কোর্ট পরিদর্শক
শূন্যপদের সংখ্যা : ১৩ টি
বেতন স্কেল : ১৬,০০০ – ৩৮,৬৪০/- টাকা
গ্রেড : ১০
শিক্ষাগত যোগ্যতা : ২য় শ্রেণির স্নাতক বা এলএলবি ডিগ্রি।
বয়স : ১৮ থেকে ৩০ বছর।
২. পদের নাম : গাড়ী চালক
শূন্যপদের সংখ্যা : ২৬টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড : ১৬
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
বয়স : ১৮ থেকে ৩০ বছর।
৩. পদের নাম : কনস্টেবল
শূন্যপদের সংখ্যা : ১২৫টি
বেতন স্কেল : ৯,০০০ – ২১,৮০০ টাকা
গ্রেড : ১৭ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
উচ্চতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬৮ সে.মি. এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১৬১ সে.মি.
ওজন : উচ্চতা অনুসারে।
দৃষ্টিশক্তি : ৬/৬
বয়স : ১৮ থেকে ৩০ বছর।
কোর্ট পরিদর্শক, গাড়িচালক ও কনস্টেবল পদের জন্য আবেদন ফি যথাক্রমে ৩০০/-, ১০০/- ও ৫০/- টাকা। অনলাইনে আবেদন সম্পন্ন করা হলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনাকে SMS-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।