দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ৭ ক্যাটাগরির পদে মোট ১৭৩ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৪ জুন ২০২২।
প্রতিষ্ঠান : | দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর |
পোস্ট ক্যাটাগরি : | ৭টি |
মোট পদের সংখ্যা : | ১৭৩টি |
আবেদন ফি : | ৫০ ও ১১২ টাকা |
অনলাইনে আবেদন শুরু : | ২৫ মে ২০২২ |
আবেদনের শেষ সময় : | ২৪ জুন ২০২২ |
আবেদনের লিংক : | ddmr.teletalk.com.bd |
১. পদের নাম : কম্পিউটার অপারেটর
শূন্যপদের সংখ্যা : ১টি
বেতন স্কেল : ১১,০০০ – ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ডিগ্রি।
০২. পদের নাম : উচ্চমান সহকারী
শূন্যপদের সংখ্যা : ২৩টি
বেতন স্কেল : ১০,২০০ – ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা : MS Word Processing, E-mail, Fax ইত্যাদি চালনায় অভিজ্ঞ হতে হবে।
৩. পদের নাম : ওয়্যারলেস অপারেটর
শূন্যপদের সংখ্যা : ৭টি
বেতন স্কেল : ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস এবং টিএন্ডটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট।
৪. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
শূন্যপদের সংখ্যা : ১১৫ টি
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা : MS Word Processing, E-mail, Fax ইত্যাদি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
৫. পদের নাম : গাড়িচালক
শূন্যপদের সংখ্যা : ০৪ টি
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাস।
অভিজ্ঞতা : ৩ বছর।
৬. পদের নাম : অফিস সহায়ক
শূন্যপদের সংখ্যা: ১২ টি
বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
৭. পদের নাম : নিরাপত্তা প্রহরী
শূন্যপদের সংখ্যা : ১১টি
বেতন স্কেল : ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি।
আগ্রহী প্রার্থীদের ddmr.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের তারিখ ও সময়সূচি :
বিবরণ | তারিখ | সময় |
আবেদন শুরু | ২৫ মে ২০২২ | সকাল ১০.০০ টা |
আবেদন শেষ | ২৪ জুন ২০২২ | বিকাল ০৫.০০ টা |
প্রথম ০৫ টি পদের জন্য আবেদন ফি বাবদ আপনাকে ১১২/- টাকা এবং বাকি ০২ টি পদের জন্য ৫৬/- পরিশোধ করতে হবে। চলুন দেখি কিভাবে SMS এ ফি পরিশোধ করবেন।
নিয়োগ পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড বিতরণ সংক্রান্ত নোটিশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের (www.ddm.gov.bd অথবা ddmr.teletalk.com.bd) মাধ্যমে পাবেন। প্রার্থী যদি প্রাথমিকভাবে যোগ্য হিসাবে হয়, তাহলে তার মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত তথ্য জানিয়া দেবে কর্তৃপক্ষ।
DDM job circular 2022 pdf download link : http://www.ddm.gov.bd/sites/default/files/files/ddm.portal.gov.bd/notices/c080b11b_b318_4bac_a6ac_22cc7fafa683/2022-05-23-08-50-a84595aa365d4a981827adefdd3414a5.pdf