নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশিত হয়েছে। অন্যান্য বছরের মতো ২০২১-২০২২ শিক্ষাবর্ষেও নটরডেম কলেজসহ ৪টি কলেজে স্বতন্ত্রভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে, অর্থাৎ অন্যান্য কলেজের মতো কেন্দ্রীয়ভাবে হবে না। নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করা হবে।
বিভাগ | ভর্তির নূনতম পয়েন্ট / জিপিএ | আসন সংখ্যা |
বিজ্ঞান | জিপিএ ৫.০০ | বাংলা ভার্সন : ১৮০০টি ইংরেজি ভার্সন : ৩০০টি |
মানবিক | জিপিএ ৩.০০ | ৪১০টি |
ব্যবসায় শিক্ষা | জিপিএ ৪.০০ | ৭৬০টি |
নটরডেম কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে অনলাইনে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে https://www.itbadmission.com/ndc অথবা https://ndc.edu.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে ৭ জানুয়ারি রাত ১২টা থেকে ১৩ জানুয়ারি ২০২২ রাত ১২টার মধ্যে।
অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার (লিখিত ও মৌখিক) খরচ বাবদ ৩০০ টাকা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে দিতে হবে।
নটর ডেম কলেজের বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়া হয়েছে :
অনলাইনে সার্চ দিলে নটরডেম কলেজ ভর্তি গাইড বা ভর্তি সংক্রান্ত দিক নির্দেশনা / গাইডলাইন পাওয়া যাবে। এছাড়া লাইব্রেরি বা rokomari.com থেকেও এই গাইড বইগুলো কেনা যাবে।