নামাজ শেখার ও নামাজের সময়সূচির অ্যাপ

নামায শেখার জন্য স্মার্টফোন উপযোগী বেশকিছু অ্যাপও আছে। এগুলো নামাযের নিয়ম, নিয়ত, সূরা শেখাতে বেশ কাজে দিবে। শিশুদের জন্যও আছে নামাজের সহজ পাঠ। এমন দরকারি অ্যাপগুলো সংগ্রহে রাখতে কিক করুন এসব লিংকে- www.appszoom.com/android_applications/salaat
এসএমএসের পাশাপাশি স্মার্টফোনের অ্যাপও জানাবে নামাজের সময়। এই অ্যাপ স্মার্টফোনে সক্রিয় থাকলে সময়মতো নামাজে যাওয়ার ডিজিটাল তাগিদটুকু (অ্যালার্ট) অন্তত পাবেন। অ্যাপ স্টোরগুলোতে খুঁজলেই চোখে পড়বে এমন অনেক অ্যাপ। এসবের মধ্য থেকে নিজের পছন্দেরটি খুঁজে নিতে পারেন-
http://bitly.com/12sw6mD
www.apple.com/webapps/travel/namazme.html
http://store.ovi.com/content/177442
www.appslooker.com/apps/lifestyle/out-about/namaz-times/