চাকরির খবর

নৌবাহিনী ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [A-2023] pdf

বাংলাদেশ নৌবাহিনীতে ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [A-2023 ব্যাচ] প্রকাশিত হয়েছে। পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করা প্রার্থীরা ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নির্ধারিত বিষয়ে ডিপ্লোমা পাস করা প্রার্থীরা A-2023 ব্যাচে নৌবাহিনী জাহাজের ইঞ্জিনিয়ারিং শাখা, ইলেক্ট্রিক্যাল শাখা, রেডিও ইলেক্ট্রিক্যাল শাখা, অর্ডন্যান্স শাখায় ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার (৪র্থ) পদে চাকরির সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।
অনলাইনে আবেদনের ঠিকানা : www.joinnavy.navy.mil.bd

নৌবাহিনী নিয়োগ ২০২২

প্রতিষ্ঠান / বাহিনীর নাম :বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh navy)
পদের নাম :ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার (৪র্থ)
ব্যাচ :A-2023
যোগ্যতা :ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
আবেদনের সময়সীমা : ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২২
আবেদন ফি :২০০ টাকা
অনলাইনে আবেদনের লিংক : www.joinnavy.navy.mil.bd

আবেদনের যোগ্যতা

  • আগ্রহীদের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৩.০ সহ সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ন্যূনতম সিজিপিএ ৩.০০-সহ নির্দিষ্ট শাখায় ডিপ্লোমাধারী হতে হবে। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং শাখার ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি/মেকানিক্যাল/পাওয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন; ইলেকট্রিক্যাল শাখার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স; রেডিও ইলেকট্রিক্যাল শাখার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / কম্পিউটার / ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং অর্ডন্যান্স শাখার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল বিষয়ে পাস হতে হবে।
  • প্রার্থীর বয়স : হতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।

প্রাথমিক বাছাই পরীক্ষা : ভেন্যু বা পরীক্ষার কেন্দ্র ভেদে ৭ থেকে ১৬ নভেম্বর ২০২১ (বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন)

Bangladesh navy Direct entry artificer job circular 2022 [A-2023 batch]

নৌবাহিনী ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [A-2023]

Direct entry artificer in Bangladesh navy 2023 pdf

Direct entry artificer in Bangladesh navy 2023 pdf download link : https://joinnavy.navy.mil.bd/media/Dockyard-Adv-A-2023-06-10-2022-for-web.pdf

এডু ডেইলি ২৪