বাংলাদেশ নৌবাহিনীতে ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [A-2023 ব্যাচ] প্রকাশিত হয়েছে। পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করা প্রার্থীরা ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নির্ধারিত বিষয়ে ডিপ্লোমা পাস করা প্রার্থীরা A-2023 ব্যাচে নৌবাহিনী জাহাজের ইঞ্জিনিয়ারিং শাখা, ইলেক্ট্রিক্যাল শাখা, রেডিও ইলেক্ট্রিক্যাল শাখা, অর্ডন্যান্স শাখায় ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার (৪র্থ) পদে চাকরির সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।
অনলাইনে আবেদনের ঠিকানা : www.joinnavy.navy.mil.bd
প্রতিষ্ঠান / বাহিনীর নাম : | বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh navy) |
পদের নাম : | ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার (৪র্থ) |
ব্যাচ : | A-2023 |
যোগ্যতা : | ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং |
আবেদনের সময়সীমা : | ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২২ |
আবেদন ফি : | ২০০ টাকা |
অনলাইনে আবেদনের লিংক : | www.joinnavy.navy.mil.bd |
প্রাথমিক বাছাই পরীক্ষা : ভেন্যু বা পরীক্ষার কেন্দ্র ভেদে ৭ থেকে ১৬ নভেম্বর ২০২১ (বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন)
Direct entry artificer in Bangladesh navy 2023 pdf download link : https://joinnavy.navy.mil.bd/media/Dockyard-Adv-A-2023-06-10-2022-for-web.pdf