বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf [৭৩ পদে চাকরি]
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (pdf) প্রকাশিত হয়েছে। ১৩ ক্যাটাগরির পোস্টে মোট ৭৩ জন নিয়োগ দেবে পরমাণু শক্তি কমিশন (http://baec.gov.bd)। আবেদন করতে হবে অনলাইনে (http://baec.teletalk.com.bd) ২০ মার্চ ২০২৩ তারিখের মধ্যে।
২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর
আবেদনের নিয়ম
প্রার্থীদের আবেদন করতে হবে http://baec.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের সঙ্গে 300×300 pixel সাইজের ছবি ও 300×80 pixel সাইজের স্বাক্ষর (signature) scan করে অনলাইন ফরমে যুক্ত (attach) করতে হবে।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ৬৬৭ টাকা, ৬ নং পদের জন্য ৫৫৬ টাকা, ৭ নং পদের জন্য ৩৩৪ টাকা, ৮-১৩ নং পদের জন্য ২২৩ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের তারিখ ও সময়সীমা
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখ ও সময় ২০ মার্চ ২০২৩ তারিখ বিকাল ৫টা।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf
পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – Poromanu shokti commission job circular 2023 pdf baec.gov.bd (1)পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – Poromanu shokti commission job circular 2023 pdf baec.gov.bd (2)
Bangladesh Atomic Energy Commission (BAEC) job circular 2023 pdf
Bangladesh Atomic Energy Commission (BAEC) job circular 2023 pdf download link : http://www.baec.gov.bd