পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পরীক্ষার প্রশ্ন (বিগত) [নিয়োগ সাজেশন ২০২৩]
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পরীক্ষার প্রশ্ন ২০২২ [নিয়োগ সাজেশন ২০২৩] নিচে দেওয়া হয়েছে। ইতোমধ্যে পরিবার কল্যাণ পরিদর্শিকা এডমিট কার্ড ২০২৩ ডাউনলোডের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের নিয়োগ পরীক্ষা (MCQ পদ্ধতির লিখিত পরীক্ষা) ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। দেশের ৪৬টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে।
পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ ২০২৩
পরিবার কল্যাণ পরিদর্শিকা পরীক্ষার প্রশ্ন ২০১৮ (বিগত)
প্রতিষ্ঠানের নাম : পরিবার পরিকল্পনা অধিদপ্তর
লিখিত (MCQ) পরীক্ষার তারিখ : ১১ মে ২০১৮
পদের নাম : পরিবার পরিকল্পনা পরিদর্শিকা প্রশিক্ষণার্থী (FWV)
পূর্ণমান : ৭০
সময় : ১ ঘণ্টা
পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পরীক্ষার প্রশ্ন (বিগত) : নিয়োগ সাজেশন ২০২৩ (1)পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পরীক্ষার প্রশ্ন (বিগত) : নিয়োগ সাজেশন ২০২৩ (2)পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পরীক্ষার প্রশ্ন (বিগত) : নিয়োগ সাজেশন ২০২৩ (3)
পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩
পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ পরীক্ষার সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নের টপিকস নিচে দেওয়া হলো।
পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগের পরীক্ষায় (এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা) সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। বাংলা অংশে ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন আসে।
বাংলা ব্যাকরণ
ভাষা
শব্দ
কারক
বিভক্তি
সন্ধি বিচ্ছেদ
সমাস
এক কথায় প্রকাশ
পারিভাষিক শব্দ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
বানান শুদ্ধি
বাগধারা
প্রবাদ প্রবচন
অনুবাদ
বাক্য সংকোচন
বাংলা সাহিত্য
কবি-সাহিত্যিকদের জন্ম-মৃত্যু সাল
বিভিন্ন বইয়ের রচয়িতা
কবিতার পঙ্ক্তি উল্লেখ করে কবির নাম
ইংরেজি গ্রামার
Tense
Parts of speech,
Article
Voice
Narration
Idioms and Phrases
Synonym
Antonym
Correction
spelling
Abbreviation
বাংলা থেকে ইংরেজি অনুবাদ
ইংরেজি থেকে বাংলা অনুবাদ
গণিত
পাটিগণিতের জন্য নিচের টপিকগুলো বিষয়াবলী গুরুত্বপূর্ণ :
সাধারণ সমস্যাবলি
ঐকিক নিয়ম
অনুপাত
পরিমিতি
সুদকষা
পরিমাপ ও একক
লাভ-ক্ষতি
বীজগণিতের জন্য নিচের টপিকগুলো বিষয়াবলী গুরুত্বপূর্ণ :
ফাংশন
উৎপাদক নির্ণয়
বর্গ ও ঘন
সূচক ও লগারিদম
কোণ
ত্রিভুজ
চতুর্ভুজ
ঘনক
ক্ষেত্রফল
বৃত্ত
সাধারণ জ্ঞান বিষয়ের জন্য নিচের টপিকগুলো বিষয়াবলী গুরুত্বপূর্ণ :
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ইতিহাস
ভৌগোলিক অবস্থান
প্রাকৃতিক সম্পদ
খনিজ সম্পদ
জাতীয় দিবস
সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য নিচের টপিকগুলো বিষয়াবলী গুরুত্বপূর্ণ :
বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা
বিভিন্ন আন্তর্জাতিক দিবস ও পুরস্কার
স্বাস্থ্য
চিকিৎসা
সাধারণ বিজ্ঞানের জন্য আন্তর্জাতিক বিষয়াবলীর নিচের টপিকগুলো বিষয়াবলী গুরুত্বপূর্ণ :
বিভিন্ন রোগব্যাধির ধরন, কারণ, লক্ষণ, প্রতিকার
প্রাথমিক চিকিৎসার নিয়ম
রক্তের গ্রুপ
শর্করা
আমিষ ও স্নেহজাতীয় খাবার
ভিটামিনের গুরুত্ব
পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ পরিদর্শিকা পরীক্ষার তারিখ ২০২৩
১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৩টায় জেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য সোমবার থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড দিয়ে কালার প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এই প্রবেশপত্রটিই পরবর্তী মৌখিক পরীক্ষাসহ অন্যান্য প্রশাসনিক কাজে ব্যবহৃত হবে।
পরীক্ষার প্রবেশপত্র–সংক্রান্ত যেকোনো সমস্যার দ্রুত সমাধানে এই ই-মেইলে (vas.query@teletalk.com.bd) ১৬ ফেব্রুয়ারির মধ্যে যোগাযোগ করতে হবে। এ ছাড়া টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যেকোনো অপারেটরের ফোন থেকে ০১৫০০১২১২১ নম্বরে কল করে পরামর্শ নেওয়া যাবে।
পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ পরিদর্শিকা এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড
পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রবেশপত্র ডাউনলোড লিংক / Poribar kollan poridorshika admit card download link : http://dgfp.teletalk.com.bd
পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ পরিদর্শিকা পরীক্ষার নোটিশ ২০২৩
পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ পরিদর্শিকা এডমিট কার্ড ২০২৩ – পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ পরিদর্শিকা পরীক্ষার তারিখ ২০২৩