পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ১৩ ক্যাটাগরির পদে মোট ২৭৫ জন নিয়োগ দেবে পরিবেশ অধিদপ্তর (Department of Environment-DOE)। আবেদন করতে হবে অনলাইনে (http://doe.teletalk.com.bd) ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে।
নিয়োগ কর্তৃপক্ষ : | পরিবেশ অধিদপ্তর (Department of Environment-DOE) |
মোট পদের সংখ্যা : | ২৭৫টি |
পদের ক্যাটাগরি : | ১৩টি ক্যাটাগরি |
চাকরির ধরন : | সরকারি চাকরি (স্থায়ী/অস্থায়ী) |
আবেদনের তারিখ : | ৫-১-২০২৩ থেকে ৫-২-২০২৩ |
আবেদনের লিংক : | http://doe.teletalk.com.bd |
ওয়েবসাইট : | http://www.doe.gov.bd |
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
প্রার্থীর বয়স ০১-১২-২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা http://doe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ০৫-০২-২০২৩ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
DOE job circular 2022 pdf download link : http://doe.teletalk.com.bd/docs/DOE.pdf