চাকরির খবর

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (অর্থ) পদে নিয়োগ পরীক্ষা ১২ মার্চ (লিখিত-এমসিকিউ) ও ১৩ মার্চ (লিখিত-রচনামূলক) ২০২১ তারিখ সকাল ১০-১১টা। মৌখিক পরীক্ষা ১৪ ও ১৫ মার্চ সকাল ১০টা থেকে। কেন্দ্র তালিকা পাওয়া যাবে এই লিংকে : http://www.reb.gov.bd/sites/default/files/files/reb.portal.gov.bd/notices/d8c15d2a_cd27_4237_9b14_9cc1c3e21bb1/2021-03-03-16-00-98ca749bc3122ebc8788e89c692e67fc.pdf

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি :
২০১৯ সালে আইবিএ ফরম্যাটের প্রশ্নে একই দিনে একই খাতায় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল (এমসিকিউ ৭৫ ও লিখিত ২৫)। ৭৫ নম্বরের এমসিকিউ প্রশ্নের মধ্যে বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ১০, সাধারণ জ্ঞানে (বিজ্ঞান ও কম্পিউটার) ২০ এবং অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে ৫ নম্বরের প্রশ্ন করা হয়েছিল। ২৫ নম্বরের লিখিত পরীক্ষায় ১৫ নম্বরের বাংলা ফোকাস রাইটিং এবং ১০ নম্বরের একটি ইংরেজি ফোকাস রাইটিং লিখতে হয়েছিল।

তবে এবার যেহেতু আলাদা আলাদা দিনে প্রিলিমিনারি (এমসিকিউ) ও লিখিত পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে পিএসসির আদলে প্রশ্ন হতে পারে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিজেই করতে পারে। সেক্ষেত্রে ২০১৮ সালের পরীক্ষার মতো প্রথমে এমসিকিউ ১০০ ও পরের ধাপে লিখিত ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে। সেই হিসেবে ১০০ নম্বরের ৮০টি এমসিকিউ (প্রতিটির মান ১.২০) প্রশ্নের মধ্যে বাংলা, ইংরেজি , গণিত, সাধারণ জ্ঞান (বিজ্ঞান, কম্পিউটারসহ) এবং হিসাববিজ্ঞান সহ ৮০টি করে প্রশ্ন থাকতে পারে। ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় ভাবসম্প্রসারণ , ব্যাখ্যা, এককথায় প্রকাশ ও বাগধারা, ক্রিটিক্যাল রিজনিং, এমপ্লিফিকেশন , ট্রান্সলেশন ও রিট্রান্সলেশন , ফোকাস রাইটিং , হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের ম্যাথ, সংক্ষিপ্ত প্রশ্ন, টিকা লিখতে বলা হতে পারে।

এমসিকিউ অংশের জন্য বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতিবিষয়ক বই এবং লিখিত অংশের জন্য বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতিবিষয়ক বই দেখতে পারেন। এমসিকিউ ও লিখিত হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির বই থেকে প্রস্তুতি নিয়ে যাবেন। এর সাথে লিখিত অংশে বাংলাদেশের বিদ্যুৎ খাতের বর্তমান অবস্থা, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবেন।

লেখক : রবিউল আলম লু্ইপা

এডু ডেইলি ২৪