পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো। দেশের যেখানো জায়গা থেকেই ঘরে বসেই আপনার পল্লী বিদ্যুৎ বিল বা যেকোনো ইলেক্ট্রিসিটি বিল বিকাশ করতে পারবেন। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই আর বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দিলেই বিলের রিসিট সরাসরি আপনার মোবাইলে পেয়ে যাবেন। স্মার্টফোনে বিকাশ অ্যাপ থেকে এবং সাধারণ মোবাইল থেকে *247# ডায়াল করে বিল প্রদানের ক্ষেত্রে বিলারভেদে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে।
মোবাইল অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম
১। বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে ‘পে বিল’ সিলেক্ট করুন
২। বিদ্যুৎ ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন
৩। একাউন্ট নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিন
৪। রিচার্জ এমাউন্ট দিয়ে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন
৫। অ্যাপে দেখে নিন বিলের ডিজিটাল রিসিট
৬। প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল দেয়ার পর কিছুক্ষণের মধ্যে প্রাপ্ত এসএমএস-এর মাধ্যমে আপনি একটি টোকেন নাম্বার পাবেন। (যদি আপনি উক্ত এসএমএস এর মাধ্যমে টোকেন নাম্বার না পেয়ে থাকেন, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বর লিখে মেসেজ করুন 04445616247 নাম্বারে।
এই টোকেন নাম্বার আপনার বিদ্যুতের মিটারে প্রবেশ করালে, বিদ্যুৎ বিল দেয়া পুরোপুরি ভাবে সম্পন্ন হবে/মিটারে আপডেট হবে।
অ্যাপ দিয়ে যেভাবে পোস্টপেইডবিদ্যুৎ বিল বিকাশ করবেন
১। বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে ‘পে বিল’ সিলেক্ট করুন
২। বিদ্যুৎ ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন
৩। বিলের সময়সীমা সিলেক্ট করুন এবং একাউন্ট নাম্বার দিন
৪। বিলের পরিমাণ দেখে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন
৫। অ্যাপে দেখে নিন বিলের ডিজিটাল রিসিট
সার্ভিস চার্জ
বিলার
চার্জ
PALLI BIDYUT
গ্রাহকের উপর প্রযোজ্য চার্জের স্ল্যাব
বিল/ইনভয়েস এমাউন্ট(BDT)
বিল কালেকশন ফি(BDT)
১-৩০০
৫
৩০১-৮০০
৮
৮০১-১,৫০০
১৫
১,৫০১ বা তার উপরে
১%
* অ্যাপ দিয়ে বিল পেমেন্টের ক্ষেত্রে পরবর্তী ঘোষণা দেয়া পর্যন্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবেনা। *247# ডায়াল করে পল্লীবিদ্যুৎ বিল পেমেন্টের ক্ষেত্রে উপরোক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।**শুধুমাত্র টেলিটক গ্রাহকেরা *247# ডায়াল করে সার্ভিস চার্জ ছাড়াই পল্লীবিদ্যুৎ এর বিল পেমেন্ট বিকাশ করতে পারবেন।
পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম ২০২৩ : সার্ভিস চার্জ
লিমিট
ট্রানজেকশনের ধরন
সংখ্যা
প্রতি ট্রানজেকশনে চার্জ
প্রতিদিন
প্রতিমাস
সর্বনিম্ন
সর্বোচ্চ
চেক বিল*
৫
৫০
প্রযোজ্য নয়
পে বিল
২
২
১ টাকা
প্রযোজ্য নয়
পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার লিমিট
*সর্বোচ্চ পাঁচ (৫) বার সফলভাবে চেক বিল অনুরোধ একাউন্ট-এ ধর্তব্য, যা সকল বিলার-এর ক্ষেত্রেই প্রযোজ্য
একজন বিকাশ গ্রাহক এক মাসে সর্বোচ্চ দুইবার পল্লী বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন
এসএমএস একাউন্ট নাম্বারধারী প্রত্যেক পল্লী বিদ্যুৎ কাস্টমার বিল কপি কিংবা সংশ্লিষ্ট কাগজপত্রে উল্লিখিত ৬ ডিজিটের কাস্টমার আইডি নাম্বার দিয়ে পে বিল ট্রানজেকশন করতে পারবেন