পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (শূন্য পদ ২৯৫৩টি) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নন-ক্যাডার পদে মোট ২ হাজার ৯৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩টি ষষ্ঠ গ্রেড, ১টি ১১তম গ্রেড ও বাকি পদগুলো ১০ম গ্রেডের। আবেদন করতে হবে অনলাইনে (http://bpsc.teletalk.com.bd) ৭ মার্চ ২০২৩ তারিখের মধ্যে।
নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যের পাশাপাশি নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার সিলেবাস, নিয়োগ বিধিমালা ও নিয়োগ আইন সংক্রান্ত প্রজ্ঞাপন (pdf) নিচে দেওয়া হয়েছে।
নিয়োগ পরীক্ষা নেবে | সরকারি কর্ম কমিশন (পিএসসি) |
নিয়োগ কর্তৃপক্ষ | বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদের ধরন | নন-ক্যাডার (Non-cadre) |
মোট পদের সংখ্যা | ২,৯৫৩টি |
আবেদনের শেষ তারিখ | ৭ মার্চ ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | http://www.bpsc.gov.bd |
আবেদনের লিংক | http://bpsc.teletalk.com.bd |
২ হাজার ৯৫৩ জনের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স।
১। পদের নাম : চিফ কনসালট্যান্ট (চক্ষু)
২। পদের নাম : নৌ প্রশিক্ষক
৩। পদের নাম : সিস্টেম এনালিস্ট
৪। পদের নাম : নৌ প্রতিস্থাপন
৫। পদের নাম : প্রোগ্রামার
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে। প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।
ওয়েবসাইটে নন-ক্যাডার অপশনে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে।
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬ষ্ঠ গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১১তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
১ | বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ | ২০২৩-০১-২৩ | PSC Act2023.pdf |
২ | বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আদেশ ১৯৭২ | ২০১৫-১০-২৬ | বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আদেশ ১৯৭২ |
৩ | বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ | ২০১৪-০৯-১৮ | BCS Recruitment Rule2014.pdf |
৪ | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পরামর্শ) প্রবিধানমালা, ১৯৭৯ | ১৯৭৯-১০-২৭ | Act – 1979.pdf Act-1979 (Bangla).pdf |
৫ | বাংলাদেশ সরকারী কর্ম কমিশন অধ্যাদেশ ১৯৭৭ | ১৯৭৭-১১-২৮ | Act – 1977.pdf |
৬ | সরকারি কর্ম কমিশনের সদস্য (কর্মের শর্তাবলি) আইন, ১৯৭৪ | ১৯৭৪-০২-১২ | Act – 1974.pdf Act-1974(Bangla).pdf |
♦ ৯ম, ১০ম ও ১১তম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বণ্টন:
ক. বাংলাদেশ বিষয়াবলি :
বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস, শিল্প ও সাহিত্য, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, জলবায়ু, পরিবেশ, বাংলাদেশের উন্নয়নে কৃষি, শিল্প, বাণিজ্যের অবদান, উন্নয়ন পরিকল্পনা।
খ. আন্তর্জাতিক বিষয়াবলি :
বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনসমূহ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ, গ্লোবালাইজেশন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, বিশ্বের বিখ্যাত ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানসমূহ।
গ. বিজ্ঞান ও প্রযুক্তি :
দৈনন্দিন বিজ্ঞান, বায়ু, মাটি, তাপ, বিদ্যুৎ, আলো, চুম্বক, খাদ্যের উপাদান, জনস্বাস্থ্য, দূষণ, কম্পিউটার।
ক. তাত্ত্বিক বিষয়, খ. ব্যাবহারিক বা প্রায়োগিক বিষয়