চাকরির খবর

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf [২৯৫৩টি শূন্য পদে চাকরি]

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (শূন্য পদ ২৯৫৩টি) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নন-ক্যাডার পদে মোট ২ হাজার ৯৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩টি ষষ্ঠ গ্রেড, ১টি ১১তম গ্রেড ও বাকি পদগুলো ১০ম গ্রেডের। আবেদন করতে হবে অনলাইনে (http://bpsc.teletalk.com.bd) ৭ মার্চ ২০২৩ তারিখের মধ্যে।

নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যের পাশাপাশি নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার সিলেবাস, নিয়োগ বিধিমালা ও নিয়োগ আইন সংক্রান্ত প্রজ্ঞাপন (pdf) নিচে দেওয়া হয়েছে।

পিএসসি নন ক্যাডার নিয়োগ ২০২৩

নিয়োগ পরীক্ষা নেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)
নিয়োগ কর্তৃপক্ষবিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর
চাকরির ধরনসরকারি চাকরি
পদের ধরননন-ক্যাডার (Non-cadre)
মোট পদের সংখ্যা২,৯৫৩টি
আবেদনের শেষ তারিখ ৭ মার্চ ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটhttp://www.bpsc.gov.bd
আবেদনের লিংকhttp://bpsc.teletalk.com.bd
পিএসসি নন ক্যাডার নিয়োগ ২০২৩ – psc non cadre job 2023

পিএসসির মাধ্যমে কোন কোন পদে নিয়োগ হবে

২ হাজার ৯৫৩ জনের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স।

  • স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স
  • কারা অধিদপ্তরে নেওয়া হবে ৫৫ জন ডিপ্লোমা নার্স
  • রেল মন্ত্রণালয়ে নেওয়া হবে ৫২ জন উপসহকারী প্রকৌশলী (স্টোর), ৮৫ জন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), ২০৫ জন উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ট্রেন এক্সামিনার/ড্রইং), ৩৫ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ে), ৩১ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), ১১ জন উপসহকারী প্রকৌশলী (ব্রিজ), ৮ জন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টিমেটর), ১৫ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং), ৭১ জন উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল/টেলিকমিউনিকেশন), একজন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টেট) ও ২ জন উপসহকারী প্রকৌশলী (মেরিন)।
  • পাট অধিদপ্তরে ১ জন উপসহকারী প্রকৌশলী
  • বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে ১০ জন মোটরযান পরিদর্শক
  • মন্ত্রিপরিষদ বিভাগে ১ জন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

বিপিএসসি নন ক্যাডার নিয়োগ ২০২৩ : পদের সংখ্যা ও বিবরণ

১। পদের নাম : চিফ কনসালট্যান্ট (চক্ষু)

  • মন্ত্রণালয়/ বিভাগ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • পদ সংখ্যা : ১টি
  • বেতন : ৫০০০০-৭১২০০ টাকা
  • যোগ্যতা : MBBS ডিগ্রি

২। পদের নাম : নৌ প্রশিক্ষক

  • মন্ত্রণালয়/ বিভাগ : নৌ-মন্ত্রণালয়
  • পদ সংখ্যা : ১টি
  • বেতন : ৪৩০০০-৬৯৮৫০ টাকা
  • যোগ্যতা : মাস্টার মেরিন সার্টিফিকেট

৩। পদের নাম : সিস্টেম এনালিস্ট

  • মন্ত্রণালয়/ বিভাগ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
  • পদ সংখ্যা : ১টি
  • বেতন : ৪৩০০০-৬৯৮৫০ টাকা
  • যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রি

৪। পদের নাম : নৌ প্রতিস্থাপন

  • মন্ত্রণালয়/ বিভাগ : নৌ-পরিবহন মন্ত্রণালয়
  • পদ সংখ্যা : ১টি
  • বেতন : ৩৫৫০০-৬৭০১০ টাকা
  • যোগ্যতা : নেভাল আর্কিটেকচার ডিগ্রি

৫। পদের নাম : প্রোগ্রামার

  • মন্ত্রণালয়/ বিভাগ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  • পদ সংখ্যা : ১টি
  • বেতন : ৩৫৫০০-৬৭০১০ টাকা
  • যোগ্যতা : কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / স্নাতক ডিগ্রি

নন ক্যাডার পদে আবেদনের নিয়ম

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে। প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।

ওয়েবসাইটে নন-ক্যাডার অপশনে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬ষ্ঠ গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১১তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

  • আবেদনের শেষ সময় : ৭ মার্চ ২০২৩।

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 pdf

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (1)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (2)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (3)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (4)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (5)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (6)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (7)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (8)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (9)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (10)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – PSC non cadre job circular 2023 (11)

পিএসসি নন ক্যাডার নিয়োগ বিধিমালা ও আইন pdf

BPSC non cadre job recruitment law 2023

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩২০২৩-০১-২৩ PSC Act2023.pdf
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আদেশ ১৯৭২২০১৫-১০-২৬ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আদেশ ১৯৭২
বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪২০১৪-০৯-১৮ BCS Recruitment Rule2014.pdf
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পরামর্শ) প্রবিধানমালা, ১৯৭৯১৯৭৯-১০-২৭ Act – 1979.pdf Act-1979 (Bangla).pdf
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন অধ্যাদেশ ১৯৭৭১৯৭৭-১১-২৮ Act – 1977.pdf
সরকারি কর্ম কমিশনের সদস্য (কর্মের শর্তাবলি) আইন, ১৯৭৪১৯৭৪-০২-১২ Act – 1974.pdf Act-1974(Bangla).pdf

বিপিএসসি নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টন ২০২৩

♦ ৯ম, ১০ম ও ১১তম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বণ্টন:

১. বাংলা—পূর্ণমান ৪০

  • ক. রচনা
  • খ. সারাংশ/সারমর্ম
  • গ. পত্রলিখন : ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, পত্রিকায় প্রকাশার্থে পত্র, ব্যবসাসংক্রান্ত পত্র, স্মারকলিপি।
  • ঘ. বঙ্গানুবাদ
  • ঙ. ব্যাকরণ : ভাষার সংজ্ঞা, ভাষার রূপ, সাধুভাষা ও চলিত রীতির রূপান্তর, দেশি ও বিদেশি শব্দ, ণত্ববিধান ও ষত্ববিধানের সংজ্ঞা ও নিয়মাবলি, দ্বিরুক্ত শব্দ, পদ, ধাতু, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, যতি বা বিরামচিহ্ন, শুদ্ধ ও অশুদ্ধ, বাগধারা, বাক্য সংকোচন, প্রতিশব্দ ও সমার্থক শব্দ, প্রায় সমোচ্চারিত শব্দ, একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ।

২. ইংরেজি—পূর্ণমান ৪০

  • a. Essay (With hints)
  • b. Letter : Official/Demi-Official/Memorandum/Business Type
  • c. Comprehension.
  • d. Grammar : Use of verb, Preposition, Voice, Narration, Correction of errors in composition, use of words having similar pronunciation but conveying different meaning, use of idioms and phrases.

৩. সাধারণ জ্ঞান—পূর্ণমান ৪০

ক. বাংলাদেশ বিষয়াবলি :

বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস, শিল্প ও সাহিত্য, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, জলবায়ু, পরিবেশ, বাংলাদেশের উন্নয়নে কৃষি, শিল্প, বাণিজ্যের অবদান, উন্নয়ন পরিকল্পনা।

খ. আন্তর্জাতিক বিষয়াবলি :

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনসমূহ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ, গ্লোবালাইজেশন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, বিশ্বের বিখ্যাত ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানসমূহ।

গ. বিজ্ঞান ও প্রযুক্তি :

দৈনন্দিন বিজ্ঞান, বায়ু, মাটি, তাপ, বিদ্যুৎ, আলো, চুম্বক, খাদ্যের উপাদান, জনস্বাস্থ্য, দূষণ, কম্পিউটার।

৪. প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়—পূর্ণমান-৮০

ক. তাত্ত্বিক বিষয়, খ. ব্যাবহারিক বা প্রায়োগিক বিষয়

  • BPSC নন-ক্যাডার ১০ম গ্রেডের নন-টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বণ্টনসহ বিস্তারিত : www.bpsc.gov.bd
এডু ডেইলি ২৪