বাংলাদেশ পুলিশের এসআই নিয়োগ পরীক্ষার ফলাফল (২০২২) ২৮ জুন প্রকাশিত হয়েছে। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৮৭৫ জন।
এই ফলাফল পাওয়া যাবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে (www.police.gov.bd) ।
বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২,৫৫০ জন প্রার্থীর মধ্য থেকে জাতীয় মেধার ভিত্তিতে ৮৭৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বলে বিবেচিত হলেই এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।
উল্লেখ্য, ৮ অক্টোবর ২০২১ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ। অনলাইনে রেজিস্ট্রেশন করা প্রার্থীদের মধ্যে উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং-এ ৪৮০২৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৮-১৯ ডিসেম্বর ২০২১ তারিখে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা Physical Endurance Test (PET)-৮টি রেঞ্জ কর্তৃক নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয় এবং উক্ত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯৭৮ জন প্রার্থীগণের ৩টি বিষয়ের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা ৮-১০ জানুয়ারি ২০২২ তারিখে ৮টি রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং ৩৪৩৬ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীর Computer Competency Test (কম্পিউটার দক্ষতা পরীক্ষা) বিগত ৫-৮ এবং ১৩-১৫ মার্চ ২০২২ পর্যন্ত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হয় এবং সর্বমোট ২৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এসব প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-Voce) হয় ৯ মে থেকে ৯ জুন ২০২২ পর্যন্ত।
Bangladesh Police Sub-inspector Job Circular 2022 pdf download link : https://www.police.gov.bd/storage/upload/announcement/hz2Vb4KecaBgC572vEIAMtRZLyN6qU8njI0mfeHb.pdf