পুলিশের এসআই নিয়োগের লিখিত ও মনস্তত্ব পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা ৩ থেকে ৫ জানুয়ারি ২০২১ তারিখে নির্ধারিত ছিল। অনিবার্য কারণে এই তারিখ পরিবর্তন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা (রচনা ও কম্পোজিশন) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি ২০২২ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি ২০২২ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
আর ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি ২০২২ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
লিখিত পরীক্ষার বিষয় | পরীক্ষার নতুন তারিখ ও সময় | নম্বর |
ইংরেজি ও বাংলা | ৮ জানুয়ারি ২০২২ সকাল ১০টা-দুপুর ১টা | ১০০ |
সাধারণ জ্ঞান ও গণিত | ৯ জানুয়ারি ২০২২ সকাল ১০টা-দুপুর ১টা | ১০০ |
মনস্তত্ত্ব | ১০ জানুয়ারি ২০২২ সকাল ১০টা-১১টা | ৫০ |
পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত হবে। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশ নিতে পারবে।