রাজশাহী পোস্টাল অপারেটর রেজাল্ট ২০২৩ (PMGMC Postal operator result 2023) ২১ মে ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে। পোস্ট মাস্টার জেনারেরৈ, উত্তারঞ্চল, রাজশাহী-এর পোস্টাল অপারেটর পদের নিয়োগ পরীক্ষা ২০২৩ (লিখিত) ২০ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ৯৭৫৫৩ জন পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬৭০ জন। তাদের মধ্যে ১৪১ জনকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
একই সঙ্গে মৌখিক পরীক্ষার সময়সূচিও প্রকাশিত হয়েছে। রোল ভিত্তিক মৌখিক পরীক্ষা (ভাইভা) হবে ২২ মে থেকে ২৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত।
রাজশাহী পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ের (http://pmgraj.bdpost.gov.bd) পোস্টাল অপারেটর রেজাল্ট ২০২৩ ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত নোটিশটি উপরে আপলোড করা হয়েছে। এরপরও চাইলে PMGMC Postal operator result 2023 pdf download করতে পারেন। সরাসরি ডাউনলোড লিংক : CLICK