প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২০-২১ (১ম পর্যায়) বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় উচ্চতর শিক্ষায় (পিএইচডি ও মাস্টার্স) প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২০-২১ প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২০-২১-এর আওতায় মাস্টার্সের জন্য ৬০ লাখ টাকা ও পিএইচডির জন্য ২ কোটি টাকা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা : উল্লিখিত ডিগ্রির জন্য একটি বিশ্ববিদ্যালয় / শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিঃশর্ত এডমিশন অফার (পূর্ণকালীন) থাকতে হবে। এই এডমিশন অফারে ভর্তির শেষ তারিখ ১ জুলাই ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০ এর মধ্যে হতে হবে।

আবেদনকারীর সর্বোচ্চ বয়স (আবেদনের শেষ তারিখে) পিএইচডি’র ক্ষেত্রে ৪৫ বছর এবং মাস্টার্স’র জন্য ৪০ বছর।

বিশ্ববিদ্যালয় / শিক্ষাপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক রেঙ্কিং ১ – ৩০০ এর মধ্যে হতে হবে (The Times Higher Education World University Ranking ২০২০ বা QS World University Rankings ২০২০) TOEFL-এ ৮০-এর ওপর হতে হবে এবং IELTS-এ ৬ বা তারও বেশি থাকতে হবে।

আবেদন করার লিংক : https://pmfellowship.pmo.gov.bd/

প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২০-২১ (১ম পর্যায়) বিজ্ঞপ্তি : http://giupmo.portal.gov.bd/sites/default/files/files/giupmo.portal.gov.bd/notices/dd78b07c_fb79_427c_a472_e5aa1bc8477e/2020-02-20-10-07-97697f2d295593a5cbb7b472445a88f7.pdf