প্রাথমিক বিদ্যালয়ে ৩২,৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এ সপ্তাহে প্রকাশ হবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রস্তুত করা হয়েছে, ২০ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে তা প্রকাশের প্রস্তুতি চলছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র গণমাধ্যমকে জানায়, সারাদেশে ২৫,৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬,৯৪৭ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট আধুনিকায়ন করা হয়েছে।
৩২,৫৭৭ পদের মধ্যে পিইডিপি’র আওতায় প্রাক-প্রাথমিকে ২৫,৬৩০ জন এবং বিভিন্ন সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক শূন্য পদে রাজস্ব খাতে ৬,৯৪৭ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়ার জন্য এক মাস সময় দেয়া হবে। আবেদন ফি প্রায় ১৭০ টাকা রাখা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৯৭ হাজার ৮৬৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।