ক্লাস এসাইনমেন্ট

প্রাথমিক পাঠ পরিকল্পনা ২০২১ : ১ম-৫ম শ্রেণি

প্রাথমিক পাঠ পরিকল্পনা ২০২১ (১ম-৫ম শ্রেণি, ১২তম-১৬তম সপ্তাহ) প্রকাশ করেছে প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশক্রমে সংশ্লিষ্ট শিক্ষকদের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এই পাঠ পরিকল্পনা ও হোম ওয়ার্কশিট পৌঁছে দিতে বলা হয়েছে।

প্রা করোনার কারণে শিক্ষা কার্যক্রমের ঘাটতি মেটানোর পরিকল্পনার অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ১২ থেকে ১৬তম সপ্তাহের অন্তর্বর্তীকালীন এই পাঠ পরিকল্পনা প্রকাশিত হয়। এর আগে ১১তম সপ্তাহ পর্যন্ত পাঠ পরিকল্পনা প্রকাশিত হয়েছিল।

প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অধিকাংশ শিখন ফল অর্জনের জন্য এই পাঠ পরিকল্পনা করা হয়। যা অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা, ২০২১ নামে পরিচিত।

অন্তর্বর্তী কালীন পাঠ পরিকল্পনা ও ওয়ার্কশীট : ৯ম-১৬শ সপ্তাহ

Pdf কপি ডাউনলোড করতে নিচে নির্দিষ্ট বিষয়ের উপর ক্লিক করুন-

Primary study plan and home work 2021 – Instruction :

Primary school’s study plan and home work instruction 2021 – nape.gov.bd

এডু ডেইলি ২৪