সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৩ (১ম ধাপ) প্রকাশিত হয়েছে। ২০ ডিসেম্বর ২০২৩ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (DPE) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই পূর্বক চুড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। জেলা ভিত্তিক ফলাফল http://www.dpe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
নিয়োগ কর্তৃপক্ষ : | প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) |
পদের নাম : | সহকারী শিক্ষক (Assistant teacher) |
মোট পদের সংখ্যা : | – |
ফলাফল প্রকাশের তারিখ : | ২০ ডিসেম্বর ২০২৩ (১ম ধাপ) |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : | ২০২২ সালে |
ওয়েবসাইট : | http://www.dpe.gov.bd |
প্রথম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন পাস করেছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।
শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা জানুয়ারি মাসে শুরু করা হবে। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ এবং কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে ৬৪ জেলার প্রার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষার ফলাফল বা চূড়ান্ত ফলাফল জেলা ভিত্তিক পৃথক pdf ফাইলে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে :
ক্রমিক নং | জেলার নাম | মোট নির্বাচিত | পিডিএফ ডাউনলোড |
১ | কুমিল্লা জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট | — | ডাউনলোড |
২ | ফেনী জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
৩ | ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
৪ | রাঙ্গামাটি জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
৫ | নোয়াখালী জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
৬ | চাঁদপুর জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
৭ | লক্ষীপুর জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
৮ | চট্রগ্রাম জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
৯ | কক্সবাজার জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
১০ | খাগড়াছড়ি জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
১১ | বান্দরবান জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
১২ | সিরাজগঞ্জ জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
১৩ | পাবনা জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
১৪ | বগুড়া জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
১৫ | রাজশাহী জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
১৬ | নাটোর জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
১৭ | জয়পুরহাট জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
১৮ | চাপাইনবাবগঞ্জ জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
১৯ | নওগা জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
২০ | যশোর জেলা প্রাইমারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ | — | ডাউনলোড |
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯-এর ৮ ধারার ২ নম্বর উপধারার (ঘ)তে বলা হয়েছে, ‘নির্ধারিত কোটার শিক্ষকদের মধ্যে প্রতি ক্যাটাগরিতে (নারী ৬০ শতাংশ, পোষ্য ২০ শতাংশ ও অবশিষ্ট পুরুষ) অবশ্যই ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তবে শর্ত থাকে, এভাবে ২০ শতাংশ কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে।’
এই নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা ৩ ধাপে নেয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল ডিপিই’র ওয়েবসাইটে (http://www.dpe.gov.bd) পাওয়া যাবে (ফলাফলের pdf কপি ডাউনলোডের লিংক নিচে দেয়া আছে)। এছাড়া, প্রার্থীদের মোবাইলে ফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানানো হবে।
ধাপ | জেলার সংখ্যা | লিখিত পরীক্ষায় পাস | লিখিত পরীক্ষার ফলাফলের তারিখ |
১ম ধাপের পরীক্ষা | ১৪ জেলা সম্পূর্ণ, ৮টি জেলা আংশিক | ৪০,৮৬২ জন | ১২ মে ২০২২ |
২য় ধাপের পরীক্ষা | ২৯ জেলা | ৫৩,৫৯৫ জন | ৯ জুন ২০২২ |
৩য় ধাপের পরীক্ষা | ৩২ জেলা | ৫৭,৩৬৮ জন | ১৬ জুন ২০২২ |
মোট = ১,৫১,৮২৫ জন |
প্রাইমারিতে ৩ ধাপে মোট ১,৫১,৮২৫ জন উত্তীর্ণ হয়েছে। মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে মোট ৪৫,০০০ জনকে চাকরি দেয়া হলে গড়ে ৩.৩৭ বা ৪ জনের মধ্যে ১ জনের চাকরি হবে । তবে পদের সংখ্যা বাড়িয়ে ৫৮ হাজার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
………………………
লিখিত পরীক্ষায় যেসব প্রার্থীরা পাশ করেছেন এবং মৌখিক পরীক্ষায় অংশ নেবেন, সেসব প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার স্বপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ পোষ্য সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি (সত্যায়িত) জমা প্রদানের সময় ওইসব কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের মৌখিক পরীক্ষার কার্ড দেওয়া হবে না।
মৌখিক পরীক্ষার সময় এসব কাগজপত্রের মূল-কপি সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এবং তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
……………………………………..
DPE primary teacher retirement exam result 2023 (1st phase) pdf download link : http://www.dpe.gov.bd/