করোনা ভাইরাসের কারণে ৫ মে ২০২০ (মঙ্গলবার) পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির আওতায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে, আগামী ঈদের ছুটি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ২৪ এপ্রিল থেকে ৬ জুন ২০২০ পর্যন্ত রমজান ও ঈদের বন্ধ। যেহেতু ৫ মে পর্যন্ত সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে, সেহেতু বাকি দিনগুলো অর্থাৎ ৬ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাপঞ্জি অনুযায়ীই বন্ধ থাকবে।