ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ – ফায়ারম্যান সহ ৭২৫ পদে চাকরি
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার (ফায়ারম্যান / ফায়ার ফাইটার, ড্রাইভারসহ বিভিন্ন পদে চাকরির) প্রকাশিত হয়েছে। ৫৫০ জন ফায়ার ফাইটার (ফায়ারম্যান) ও ১৫০ জন ড্রাইভার সহ মোট ৭২৫ জন নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত পৃথক ৩টিবিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১/০৮/২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শর্তাবলি ও নির্দেশনা
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ থাকতে হবে।
জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি/স্লিপ ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (তবে এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। অস্পষ্ট/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।
প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা (TA) ও দৈনিক ভাতা (DA) প্রদান করা হবে না।
কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোন আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করতে পারবেন। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন পরিবর্তন/ সংশোধন (যদি থাকে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (http://www.fireservice.gov.bd) পাওয়া যাবে।
Fire service job circular 2022 – Fire fighter job circular 2022
ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ fire service fire fighter job circular 2022
Fire service driver job circular 2022
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ - ফায়ারম্যান সহ ৭২৫ পদে চাকরি 3
fire service job circular 2022 pdf
1. Fire service fire fighter job circular 2022 pdf download link : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/fec9dc43_92be_43e7_874a_4146628b63d0/2022-08-29-10-02-6ebe28dd09317941425f0c2c4ac8700e.pdf
2. Bangladesh fire service job circular 2022 pdf (2) download link :
এসএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। অর্থাৎ ন্যূনতম জিপিএ ২.০০ থেকে ৩.০০ থাকলেই আবেদন করা যাবে। এর চেয়ে বেশি থাকলেও আবেদন করা যাবে।