খবর

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া live score, জাতীয় ফুটবল দল, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া live, জাতীয় ফুটবল দল, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ এই পোস্টে তুলে ধরা হলো। ফ্রান্স vs অস্ট্রেলিয়া দলের খেলা বাংলাদেশ সময় ২২ নভেম্বর ২০২২ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ শুরুর তৃতীয় দিনের গ্রুপ-ডি এর ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

FIFA world cup 2022 Live Score [Group-D]

২০২২ সালের এই ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের ভাগ্য নির্ধারিত হয়েছে D group-এ। এই গ্রুপের দল বা দেশগুলো হচ্ছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া।

ফিফা বিশ্বকাপ ২০২২ : ফ্রান্স vs অস্ট্রেলিয়া

  • দল ঘোষণার আগেই ছিটকে যান পল পগবা ও এনগোলো কান্তে। এরপর ক্রিস্টোফার এনকুঙ্কু ও এবারের ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমাও যান ছিটকে। তার উপর নেশন্স লিগের বিবর্ণ পারফরম্যান্সই উপহার দিয়েছে দলটি। কিন্তু এতো কিছুর পরও দলটির সামর্থ্য রয়েছে ভালো কিছু করার। অস্ট্রেলিয়া চাইবে চমকে দিতে ফরাসিদের। তাই কাজটা সহজ হবে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

  • করিম বেনজেমার অনুপস্থিতিতে কিলিয়ান এমবাপেরই সামলাতে হবে আক্রমণের গুরুদায়িত্ব। তবে তারকাবহুল ফরাসি দলে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আরও অনেকেই। মিডফিল্ডে তরুণ সম্ভাবনাময় অরেলিয়ান চুয়ামেনি-এডুয়ার্ডো কামাভিঙ্গা জুটির দিকে থাকবে বাড়তি নজর। উসমানে দেম্বেলে-কিংসলে কোমানরা গতির ঝড়ে তছনছ করতে পটু প্রতিপক্ষকে।

  • অস্ট্রেলিয়ার দলে তেমন বড় কোনো তারকা না থাকলেও আছেন ইংলিশ লিগের দ্বিতীয় স্তরের কয়েকজন ফুটবলার। সান্ডারল্যান্ডের বেইলি রাইট ও স্টোক সিটির হ্যারি সাউটারকে রুখতে হবে ফ্রান্সের ক্ষুরধার আক্রমণকে।

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া পরিসংখ্যান / Fact

  • ১. বিশ্বকাপে দুই দেশের মুখোমুখি একমাত্র লড়াইয়ে ২০১৮ সালে বিশ্বকাপে জিতেছিল ফ্রান্স।
  • ২. দুই দলের মধ্যে সব মিলিয়ে লড়াই হয়েছে পাঁচটি। সেখানে তিন ম্যাচে জিতেছে ফ্রান্স। একটি ড্র। ফ্রান্সের বিপক্ষে অস্ট্রেলিয়ার একমাত্র জয়টি আসে ২০০১ সালের কনফেডারেশন কাপে। যদিও সেবার শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল ফ্রান্সই।
  • ৩. ২০১৩ সালে পার্ক দি প্রিন্সেসে একটি প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ানদের ৬-০ গোলে হারায় ফ্রান্স। যা দলটির বিপক্ষে ফরাসিদের সর্বোচ্চ জয়।
  • ৪. এই নিয়ে টানা সপ্তম বিশ্বকাপে অংশ নিচ্ছে ফ্রান্স- যা তাদের দীর্ঘতম যাত্রা।
  • ৫. ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে খেলতে গিয়ে একটি গোলও দিতে পারেনি ফ্রান্স। আর কোনো বিশ্বচ্যাম্পিয়নদের এমন রেকর্ড নেই।

  • ৬. শেষ ১২টি বিশ্বকাপে কেবল মাত্র তিনবার বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে জয় পেয়েছে (৪টি ড্র, ৫টি হার)। ব্যতিক্রম ছিল ১৯৯৪ সালে জার্মানি এবং ১৯৯৮ এবং ২০০৬ সালে ব্রাজিল।
  • ৭. ডেনমার্কের কাছে দুটি পরাজয় সহ শেষ ছয় ম্যাচে মাত্র একটি জিতেছে ফ্রান্স (২টি ড্র ও ৩টি হার)।
  • ৮) অস্ট্রেলিয়ার বর্তমান স্কোয়াডের কেউই বিশ্বকাপে গোল করতে পারেননি।
  • ৯. ২০১৮ সালের বিশ্বকাপে ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এই প্রথম কোনো ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া।

  • ১০. অস্ট্রেলিয়া তাদের ১৬টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে (৪টি ড্র ও ১০টি হার)। দুটিই গ্রুপ পর্বে – ২০০৬ সালে জাপানের বিপক্ষে ৩-১ গোলে এবং ২০১০ সালে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায় তারা।
  • ১১. ১৯৭৪ সালে চিলির বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচটিই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ১৬ ম্যাচে একমাত্র ক্লিনশিট।
  • ১২. পাঁচটি বিশ্বকাপের চারটিতেই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে সকারুরা।

  • ১৩. বিশ্বকাপে একবারই গ্রুপ পর্ব পার হতে পেরেছে অস্ট্রেলিয়া। ২০০৬ সালে শেষ ষোলোতে পৌঁছেছিল দলটি। তবে শেষ মুহূর্তে ফ্রান্সেস্কো টট্টির করা পেনাল্টি থেকে ইতালির কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় তারা।

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ :২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা কখন কোথায়?

  • দল / দেশ : ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া
  • কখন : France Vs Australia এর খেলা বাংলাদেশ সময় ২২ নভেম্বর ২০২২ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায়।
  • খেলার মাঠ বা ভ্যেনু : আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরাহ, কাতার।

কাতার বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড

ফ্রান্স জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-২-৩-১

  • ফ্রান্সের প্রথম একাদশ :
  • লরিস (গোলরক্ষক),
  • পাভার্ড,
  • কোনাতে,
  • উপামেকানো,
  • লুকাস হার্নান্দেজ,
  • চুয়ামিনি,
  • রাবিউত,
  • দেম্বেলে,
  • গ্রিজম্যান,
  • এমবাপে,
  • জিরুদ

কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্কোয়াড

অস্ট্রেলিয়া জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-৩-৩

  • রায়ান (গোলরক্ষক)
  • অ্যাটকিনসন
  • রাইট
  • সাউটার
  • বেহিচ
  • আরভিন
  • মুয়ি
  • ম্যাকগ্রি
  • লেকি
  • ডিউক
  • মাবিল

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা

মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।

ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া খেলায় নি:সন্দেহে ফ্রান্স এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।

FIFA world cup 2022 France vs Australia Live streaming TV broadcast

France vs Australia football world cup LIVE STREAMING

France vs Australia LIVE STREAMING Link : https://www.crichd.com/argentina-vs-saudi-arabia

এডু ডেইলি ২৪