গেম বন্ধের ব্যাপারে তিনি আরো বলেন, “আমাদের ক্ষমতা দিয়ে যদি কোনো অ্যাপকে বন্ধও করা গেলেও ভিপিএন কিন্তু বন্ধ করা যাবে না। ফলে যে খেলার, সে (ভিপিএন ব্যবহার করে) খেলবেই!”
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রি ফায়ার, পাবজিসহ বেশ কিছু গেম অ্যাপ বন্ধের দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন ব্যক্তিরা। তারা অভিযোগ করেন, এসব গেমের প্রতি কারণে শিশু-কিশোর-তরুণরা আসক্ত হয়ে পড়েছে। ফলে পড়াশোনায় নেতিবাচক প্রভাব তো পড়ছেই, সেই সঙ্গে মানসিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে জানা গেছে, গেম বন্ধ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কোনো সুপারিশ আসেনি। মন্ত্রণালয় থেকে এ ধরনের নির্দেশনা আসলেই বিটিআরসি এ ব্যাপারে পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, সম্প্রতি অনেক দেশেই ফ্রি ফায়ার ও পাবজি গেইম নিষিদ্ধ করার দাবি উঠেছে।