বর্ডার গার্ড বাংলাাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [বিজিবি সিপাহী পদে চাকরি, ১০০তম ব্যাচ]
বর্ডার গার্ড বাংলাাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ১০০তম ব্যাচে সিপাহি (জিডি) পদে নিয়োগ দেবে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিপাহী (জিডি) পদে চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই। SMS-এর মাধ্যমে আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।
বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এ চাকরি ২০২৩
নিয়োগ কর্তৃপক্ষ : | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : | ২০-১-২০২৩ |
পদের নাম : | সিপাহী (Sipahi) |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
আবেদনের পদ্ধতি : | SMS ও অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট : | www.bgb.gov.bd |
Application Fee : | ১১০ টাকা (চার্জ সহ) |
Application deadline: | ৩১ জানুয়ারি ২০২৩ |
আবেদনের যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পাশ, ন্যূনতম জিপিএ ২.৫০। পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন।
- রেজিস্ট্রেশন / আবেদনের সময়সীমা : নির্ধারিত নিয়মে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে ২৬ মে সকাল ১০টা থেকে ৪ জুন ২০২২ রাত ১২টা পর্যন্ত।
- বয়স : ১৮ থেকে ২৩ বছর (২-৭-২০২৩ তারিখের হিসাবে)
আবেদনের সময়সীমা : ২২ জানুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।
- বেতন স্কেল : ৯০০০-২১৮০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)
প্রবেশপত্র ডাউনলোড
আবেদন করার পর নির্ধারিত সময়ে (বাছাই পরীক্ষার আগে) প্রবেশপত্র ডাউনলোড করতে হবে www.bgb.gov.bd ওয়েবসাইট থেকে।
বর্ডার গার্ড বাংলাাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / বিজিবি নিয়োগ ২০২৩ সার্কুলার / বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / সিপাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- BGB sipahi job circular 2023 (clear HD format) link : https://edudaily24.files.wordpress.com/2023/01/bgb-job-circular-2023-100th.jpg
BGB job circular 2023 100th batch pdf
- BGB job circular 2023 100th batch pdf download link : http://www.bgb.gov.bd/sites/default/files/files/bgb.portal.gov.bd/notification_circular/5bec9320_bd70_40f9_9679_01dcc5cf594e/2023-01-20-03-39-29ae1f2b3f9628bd0a9f7919da25855f.pdf
বিজিবি নিয়োগ বিধিমালা
- BGB recruitment rules / act pdf download link : https://www.dpp.gov.bd/upload_file/gazettes/22519_60844.pdf