বর্ডার গার্ড বাংলাাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [বিজিবি সিপাহী পদে চাকরি, ১০০তম ব্যাচ]
বর্ডার গার্ড বাংলাাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ১০০তম ব্যাচে সিপাহি (জিডি) পদে নিয়োগ দেবে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিপাহী (জিডি) পদে চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই। SMS-এর মাধ্যমে আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।